বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দায়িত্বের দুই বছর পূর্তিতে অনন্য আইজিপি ড. বেনজীর আহমেদ

  |   বুধবার, ১৩ এপ্রিল ২০২২ | প্রিন্ট

দায়িত্বের দুই বছর পূর্তিতে অনন্য আইজিপি ড. বেনজীর আহমেদ

করোনা মহামারির প্রকোপ চলছিল তখন সারা বিশ্বে। বাদ যায়নি বাংলাদেশও। এমনই কঠিন এক বাস্তবতায় বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নেন দক্ষ, চৌকস ও মেধাবী কর্মকর্তা ড. বেনজীর আহমেদ। মহামারির মধ্যে যখন স্বজনরা মুখ ফিরিয়ে নিচ্ছিল নিকটজনের কাছ থেকে, তখন মানবিক পুলিশের নতুন দৃষ্টান্ত তৈরি হয় তার নেতৃত্বে। শুধু তাই নয়, পুলিশ বাহিনীর আধুনিকায়ন এবং উৎকর্ষ সাধনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেন বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্তি হলো বুধবার। এ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা, শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন ড. বেনজীর আহমেদ।

 

বুধবার সকালে এ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে আয়োজিত হয় আলোচনা সভার। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক পুলিশিংয়ের রূপকার এই চেঞ্জ মেকারের আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে সহকর্মীরা এ আয়োজন করেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন একটি জীবন্ত বিষয়। সংগঠনকে জীবন্ত রাখতে হলে প্রয়োজন প্রতিনিয়ত পরিবর্তন, দরকার সংস্কার। পরিবর্তনের ভেতর দিয়েই একটি সংগঠন টিকে থাকে, এগিয়ে যায়। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সরকারের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশকে গত দু’বছর ধরে নানামুখী সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যিনি এক অনন্য উচ্চতা ও মর্যাদায় আসীন করেছেন তিনি হলেন পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে খ্যাত পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

 

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত আইজি ড. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম, ডিআইজি তওফিক মাহবুব চৌধুরী ও বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি পুলিশ ইন্সপেক্টর বি এম ফরমান আলী।

 

ড. বেনজীর আহমেদ বলেন, সময়ের সঙ্গে পরিবর্তনের মধ্য দিয়েই মানুষের জীবন। সময় এক বহতা নদী। সময় চলে যায়, জীবন থেমে থাকে না। সংগঠনও জীবনের ন্যায়। এজন্য পরিবর্তনের মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে একটি সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হয়।

 

আইজিপি বলেন, পুলিশ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। আমরা প্রতিনিয়ত সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশকে দেশ ও জনগণের কল্যাণে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। কোনো অন্যায় বা অদক্ষতার সঙ্গে পুলিশ জড়িত না হোক, এ প্রত্যাশা ব্যক্ত করেন আইজিপি।

 

পুলিশের মহাপরিদর্শক বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা একটি ভূখণ্ড, একটি পতাকা পেয়েছি। বাঙালি পরাভব না মানা জাতি। আমাদের প্রধান লক্ষ্য দেশ ও দেশের জনগণ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে।

 

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের ক্ষেত্রে এক বিস্ময়। আমরা উন্নত বাংলাদেশের স্বপ্নের বন্দরে পৌঁছাবো।

 

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ে দীর্ঘ চাকরির অভিজ্ঞতা তুলে ধরে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এ তিনটি জায়গায় কাজ করা খুব দরকার। তিনি তাঁর কর্মকালীন সময়ে সকলের সহযোগিতায় কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগ বিধিতে পরিবর্তন আনা হয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, কনস্টেবল পদে ‘বেস্ট অব দি বেস্ট’ প্রার্থী নিয়োগ করা হয়েছে, যার সুফল দেশের জনগণ খুব শীঘ্রই পাবেন। তিনি এএসপি পদে নিয়োগ বিধিতেও সংস্কার আনার সময় এসেছে বলে উল্লেখ করেন।

 

করোনাকালে দেশ ও জনগণের সেবায় পুলিশের মহাকাব্যিক ভূমিকার কথা উল্লেখ করে আইজিপি বলেন, পুলিশ জনগণের যে ভালোবাসা ও আস্থা অর্জন করেছে তা অভূতপূর্ব। জনগণের এ আস্থা ও বিশ্বাস ধরে রাখার জন্য আন্তরিকভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানান আইজিপি।

 

তিনি আগামীতে দেশের জন্য, দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও সংগঠন হিসেবে বাংলাদেশ পুলিশের মর্যাদা বৃদ্ধির জন্য সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

শুরুতেই আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান, অতিরিক্ত আইজি ডঃ মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, রেব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম, এন্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজি কামরুল আহসান, পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজি খন্দকার গোলাম ফারুক, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, সিআইডির কর্মকর্তারা এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন নেতারা।

অনুষ্ঠানে আইজিপির কর্মকালিন খন্ডচিত্রের ভিত্তিতে নির্মিত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আইজিপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের অভিমতের ভিত্তিতে ‘পরিবর্তনের পরিক্রমা: নাগরিক অভিমত’ ও বিট পুলিশিংকে উপজীব্য করে রচিত ‘দুর্জয়ের ডাইরির’ দ্বিতীয় খন্ডের মোড়ক উম্মোচন করা হয়।  সূএ:ঢাকাটাইমস ডটকম

Facebook Comments Box
advertisement

Posted ১৭:১২ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com