বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দল পরিবর্তন করবো না, কর্মী হিসেবেই কাজ করবো: তৈমূর

  |   বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ | প্রিন্ট

দল পরিবর্তন করবো না, কর্মী হিসেবেই কাজ করবো: তৈমূর

বিএনপি থেকে বহিষ্কার হওয়া অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমাকে বহিষ্কার করলেও দল পরিবর্তন করবো না বা অন্য কোনো দলেও যোগ দেবো না। কর্মী হিসেবেই কাজ করে যাবো। রাজনীতি করতে দলের প্রয়োজন আছে। কিন্তু, পদের প্রয়োজন নেই।

 

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

 

বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক তৈমূর আলম খন্দকার বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএমের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলবো। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাবো।

 

তিনি বলেন, মহাসচিব ঘোষণা দিলেন, দল স্থানীয় সরকার নির্বাচনে যাবে না, কেউ যদি ইচ্ছাকৃতভাবে যেতে চায়, যেতে পারবে। আমি নারায়ণগঞ্জের খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করি। আমি যখন ভোটে গেলাম, দল থেকে কেউ আমাকে টেলিফোন করে বা চিঠি দিয়ে বলেনি যে, নির্বাচনে যাওয়া যাবে না।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে—আপনারা কেউ ইভিএম মেনে নেবেন না। এটা ভোট ডাকাতির বাক্স। আগে বলা হতো, এটি ভোটচুরির বাক্স। কিন্তু না, এটা আসলে ভোট ডাকাতির বাক্স।

 

তিনি বলেন, আমি মনে করি—রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। কিন্তু, পদবি দরকার হয় না। আমার প্রতি দলের এ সিদ্ধান্ত কেউ আমাকে টেলিফোনে বা চিঠিতে জানায়নি। তবে, আমি দলের সিদ্ধান্ত নেমে নিলাম। আমাকে পদ থেকে বহিষ্কার করেছে। কর্মী হিসেবে কাজ করে যাবো। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকবো। অন্য কোনো প্ল্যাটফর্মে যাবো না।

 

নির্বাচনে তৈমূরের হয়ে কাজ করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে দল থেকে বহিষ্কার প্রসঙ্গে তৈমূর আলম খন্দকার বলেন, আমার জন্য যা-ই হয়েছে, কিন্তু, এরকম একজন এ টি এম কামাল নারায়ণগঞ্জে তৈরি করা অনেক কঠিন ব্যাপার হবে। দলের জন্য বহুবার মৃত্যুকে আলিঙ্গন করেছে সে।,

Facebook Comments Box
advertisement

Posted ০৯:২৬ | বুধবার, ১৯ জানুয়ারি ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com