শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তথ্য প্রযুক্তি পৌঁছুতে হবে তৃণমুল পর্যায়ে – তথ্যমন্ত্রী

  |   বুধবার, ১২ মার্চ ২০১৪ | প্রিন্ট

Information-Minister-Hasanul-Haq-Inu

মীর আকরাম উদ্দীন আহম্মদ :

দেশে তথ্য প্রযুক্তিতে দক্ষ জনসম্পদ গড়তে তৃণমুল পর্যায়ে কাজ করার জন্য মাইক্রোসফ্ট সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  দুপুরে ঢাকার গুলশান এভিনিউস্থ লায়লা টাওয়ারে মাইক্রোসফট বাংলাদেশের নতুন অফিস উদ্বোধনকালে মন্ত্রী এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী মাইক্রোসফট বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম বিশেষত: স্থানীয় ভাষা কার্যক্রম (Local Language Program-LLP) এর মাধ্যমে প্রযুক্তিতে বাংলার ব্যবহার, নিরাপত্তা সহায়তা কার্যক্রম (Security Co-operation Program) এবং আন্ত:কার্যক্রম কর্মশালা (Inter-Operability Program) এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, বুদ্ধিবৃত্তিক সম্পদ অধিকার (Intellectual Property Rights), শিক্ষণ অংশীদার কার্যক্রম (Partners in Learning Program) এর মাধ্যমে চার হাজার শিক্ষক প্রশিক্ষণ এবং সীমাহীন সম্ভাবনা কার্যক্রম (Unlimiled Potential Program) এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের ভূয়সী প্রশংসা করেন।

হাসানুল হক ইনু বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে দেশের সকল অংশে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ চালুর জন্য সরকার ইতোমধ্যেই বাইশ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবরেটরি স্থাপনের কাজ হাতে নিয়েছে।

কলেজ পর্যায়ের আগ্রহী শিক্ষার্থীদের জন্য মাইক্রোসফট সার্টিফাইট প্রফেশনাল কোর্সের পরিচিতি ও পরিচালনায় মাইক্রোসফট এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলির প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। মাইক্রোসফটের দক্ষিণ-পূর্ব এশিয়া নতুন বাজারসমূহের প্রেসিডেন্ট জেমি হারপার এ বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

মাইক্রোসফট সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া নতুন বাজারসমূহের (South East Asia-New Markets) প্রেসিডেন্ট জেমি হারপার (Jamie Harper), মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পুবুদু বসনায়েকে (Pubudu Basnayake), আইবিএম (International Business Machines-IBM) কর্পোরেশনের ব্যবসায়িক অংশীদার ঠাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী শাহজামান মজুমদার বীর প্রতীক, মাল্টিমোড সংস্থার প্রধান তাফসির এম আওয়ালসহ মাইক্রোসফট বাংলাদেশের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সংস্থার পাবলিক সার্ভিস ম্যানেজার কৌশিক সরকার অনুষ্ঠানটি পরিচালনা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০০ | বুধবার, ১২ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com