বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন ছাত্রদলের প্যানেল: ভিপি মোস্তাফিজ, জিএস অনিক

  |   মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট

ডাকসু নির্বাচন ছাত্রদলের প্যানেল: ভিপি মোস্তাফিজ, জিএস অনিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে মোস্তাফিজ রহমানকে ভিপি, আনিসুর রহমান খন্দকার অনিককে জিএস পদে মনোনীত করা হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্যানেল ঘোষণা করেন। কেন্দ্রীয় সংসদের জন্য ২৫ সদস্যের ও ১৩ সদস্যের হল সংসদের আলাদা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বিএনপির এ সহযোগী সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান।

ডাকসু ও হল সংসদের ঘোষিত পূর্ণাঙ্গ প্যানেলে আছেন যারা-

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) মো. আনিসুর রহমান খন্দকার অনিক, সহসাধারণ সম্পাদক (এজিএস) খোরশেদ আলম সোহেল, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জাফরুল হাসান নাদিম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান, কমনরুম ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক কানেতা ইয়ালাম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আশরাফুল আলম উজ্জল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক কাইয়ূম উল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান মামুন, ছাত্রপরিবহনবিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরী ও সমাজসেবা সম্পাদক তৌহিদুল ইসলাম।

সদস্যরা হলেন হাবিবুল বাশার, শাহিনুর ইসলাম, ইকবাল হোসাইন, সাইদ বিন আনোয়ার, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান, সাফায়াত হাসনাইন সাবিত, তানভীর আজাদী সাকিব, সুলতান মো. সালাউদ্দিন সিদ্দিক, শরীফুল, ইমাম আল নাসের মিশুক, আলমগীর হোসেন ও আবুল বাশার।

হল সংসদের প্যানেলে যারা-

মুজিব হল: সহসভাপতি (ভিপি) পদে আমান উল্লাহ, সাধারণ সম্পাদক (জিএস) পদে শাহ নেওয়াজ, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ফারহান খান, সম্পাদক পদে মিরাজুল ইসলাম ও নূরে আলম সিদ্দিক।

মুক্তিযোদ্ধা জিয়া হল: সহসভাপতি (ভিপি) পদে মুহাম্মদ তারেক হাসান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হানুল ইসলাম, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মো. ইমন ও সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম।

বিজয় একাত্তর হল: সহসভাপতি (ভিপি) পদে মো. কাওসার, সাধারণ সম্পাদক (জিএস) পদে. বজলুর রহমান বিজয়, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে তানজিল হাসান ও সম্পাদক পদে সাইফ খান।

মাস্টার দা’ সূর্যসেন হল: সহসভাপতি (ভিপি) পদে এরশাদ মাহমুদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল খালেক, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে আজিজুল হক, সম্পাদক পদে রাকিব আল ইসলাম, শেখ শোভন ও তানভীর হাসান।

কবি জসীমউদ্দিন হল: সহসভাপতি (ভিপি) পদে তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) পদে সৈকত মোর্শেদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে আবিদুল ইসলাম খান, সম্পাদক পদে এনামুল হক ও মনিরুজ্জামান মুন্না।

স্যার এ এফ রহমান হল: সহসভাপতি (ভিপি) পদে হোসাইন আহম্মেদ সাদ্দাম, সাধারণ সম্পাদক (জিএস) পদে শরীফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জারিফ রহমান, সম্পাদক পদে মাহবুবুর রহমান সেজান, নাহিদ হাসান ও এস.এম. তরিকুল ইসলাম।

মুহসীন হল: সহসভাপতি (ভিপি) পদে কাওসার আলম রাসেল, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. মাহফুজুর রহমান, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে কাউসার আহমেদ ও সম্পাদক পদে মিনহাজুল হক।

সলিমুল্লাহ মুসলিম হল: সহসভাপতি (ভিপি) পদে নাহিদুজ্জামান নাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে আল আমিন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জুবায়ের আহমেদ, সম্পাদক পদে রেদওয়ান মাহাদী জয়, সাইখ আল ফারাবী ও ইমন মিয়া।

জহুরুল হক হল: সহসভাপতি (ভিপি) পদে আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ফেরদৌস আলম, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মোহাম্মদ ইকরাম খান, সম্পাদক পদে আশরাফুল আলম ও মেহেদী হাসান।

ফজলুল হক মুসলিম হল: সহসভাপতি (ভিপি) পদে মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক (জিএস) পদে নূর আলম ভূইয়া ইমন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে কামরুল ইসলাম ও সম্পাদক পদে ইমরান হোসেন।

অমর একুশে হল: সহসভাপতি (ভিপি) পদে মোসাদ্দেক রহমান সৌরভ, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. জসীম খান, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে আকতারুজ্জামান বাপ্পী, সম্পাদক পদে সাব্বির হোসেন ও আলফি লাম। শহীদুল্লাহ হল: সহসভাপতি (ভিপি) পদে সাইদুর রহমান রাফসান, সাধারণ সম্পাদক (জিএস) পদে মাহবুব আলম শাহিন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ইব্রাহিম খলিলুল্লাহ, সম্পাদক পদে নুরুল আমিন নূর।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৯ | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com