শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জিমেইল ও ডকসে এআই রাইটিং ফিচার যুক্ত করছে গুগল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | প্রিন্ট

জিমেইল ও ডকসে এআই রাইটিং ফিচার যুক্ত করছে গুগল

সার্চ জায়ান্ট গুগল এআই নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছে। প্রতিষ্ঠানটি তাদের সব অ্যাপস ও সার্ভিসে এআই ফিচার যুক্ত করতে কাজ করছে। সর্বপ্রথম জিমেইল ও গুগল ডকসে নতুন এআই রাইটিং এবং রিরাইটিং ফিচার যোগ করছে টেক জায়ান্টটি।

 

গুগলের প্রথম এআই ফিচারগুলো শুধুমাত্র বিদ্যমান অ্যাপ অথবা পরিষেবার উপরে ঝুলতে থাকা চ্যাটবট নয়। বরং এর কার্যকারীতা কিছুটা বিং চ্যাট এবং এজ এ মাইক্রোসফট যে পরীক্ষা চালাচ্ছে তার মতো। গুগল ডকসে খুব শিগগিরই লেখায় সহায়তা করার মতো ব্যবস্থা যোগ হবে। যেমন- ‘একজন আঞ্চলিক বিক্রয় প্রতিনিধির জন্য চাকরির পোস্ট’ এমন টাইপ করার পর জব ডিসক্রিপশন তৈরি হবে।

 

গুগল একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ‘পছন্দসই একটি টপিক টাইপ করলে সঙ্গে সঙ্গেই লেখাটির একটি খসড়া তৈরি হবে। এআই’র সহায়তায় লেখাটি আরো মানসম্মত ও সম্পাদনা করা যাবে। প্রয়োজনে লেখাটির জন্য অনেক পরামর্শও দিবে এআই প্রযুক্তি।

 

এদিকে ডকস এবং জিমেইলে রিরাইট বা পুনঃলেখন ফাংশন যোগ করার বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে গুগল। এই সুবিধা চালু হলে লেখা থেকে বিভিন্ন চুম্বক অংশ নিয়ে নানাভাবে রিরাইট বা পুনঃলেখন করা যাবে। যেমন- একটি ক্লিকের মাধ্যমেই মিটিংয়ে দ্রুত নেয়া নোটগুলোকে আরো পরিমার্জিত সুন্দর সারাংশে রুপান্তর করা যাবে।

এআইয়ের দেয়া পরামর্শগুলো খুব সহজে গ্রহন, সম্পাদনা অথবা পরিবর্তন করা যাবে বলে জানিয়েছে গুগল।

Facebook Comments Box
advertisement

Posted ০৬:৩৪ | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com