মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জনবিচ্ছিন্ন ব্যক্তিত্বদের সঙ্গে জোট করে ভোট পাওয়া যাবে না:নাসিম

  |   রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট

জনবিচ্ছিন্ন ব্যক্তিত্বদের সঙ্গে জোট করে ভোট পাওয়া যাবে না:নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনবিচ্ছিন্ন ব্যক্তিত্বদের সঙ্গে নিয়ে জোট করে ভোট পাওয়া যাবে না, আন্দোলনের নামে অতীতে যারা জ্বালাও পোড়াও করেছে, জানমালের ক্ষতি সাধন করেছে সেই দল বা জোটকে এ দেশের মানুষ আর ভোট দেবে না।

রোববার বিকেলে নিজের নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ সব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, ঐক্য প্রক্রিয়া বা জোট গঠন করে জনগণের ভোট পাওয়া যায় না। আন্দোলনের নামে যারা জ্বালাও পোড়াও করে দেশ ও জনগণের ক্ষতিসাধন করেছে, ঐক্যের নামধারী ব্যক্তিরা আবারও তাদের সঙ্গে যোগ দিয়ে সক্রিয় হয়ে উঠেছেন। নতুন করে হাওয়া ভবন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছেন। চক্রান্ত শুরু করেছেন। এ দেশের জনগণ তাদের চক্রান্তের কালো হাত গুঁড়িয়ে দেবে। নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন হবে এবং তা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই হবে।

মন্ত্রী বলেন, জনগণের উপর আস্থাহীন বিএনপি ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না বলেই দেশি- বিদেশি চক্রান্তের পথে পা দিচ্ছে। বিএনপি দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তাদের এই চক্রান্ত সফল হবে না। এ দেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে থাকবে। যে কোন অশুভ শক্তির চক্রান্ত নস্যাৎ করে দেবে।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজীপুরসহ দেশের সব আসনে শেখ হাসিনার নৌকার বিজয়ের জন্য জনগণের ঘরে ঘরে উন্নয়ন বার্তা পৌঁছে দিতে ও ভোট চাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

কাজিপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, পার্শ্ববর্তী সরিষাবাড়ি উপজেলার সাবেক এমপি ডা. মুরাদ হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য প্রমুখ।

তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন কাজিপুর উপজেলা কার্যালয় ভবন উদ্বোধন শেষে মোহাম্মদ নাসিম কার্যালয়ের অভ্যন্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলীয় প্রধান শেখ হাসিনা ও জাতীয় নেতা শহীদ এম. মসনুর আলীর ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে তার সহধর্মিনী লায়লা নাসিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২১:৫৯ | রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com