মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘জনগণের ওপর আস্থা থাকলে পদত্যাগ করে ভোট দিন’

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ মে ২০২৩ | প্রিন্ট

‘জনগণের ওপর আস্থা থাকলে পদত্যাগ করে ভোট দিন’

জনগণের ওপর আস্থা থাকলে পদত্যাগ করে ভোট দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম)।

তিনি বলেছেন, যদি এতোই আপনার জনগণের ওপর আস্থা থাকে, কথায় কথায় বলেন উন্নয়ন করেছেন তাইলে আপনার ভয় কিসের? আপনি পদত্যাগ করুন, সংসদ বাতিল করে ভোট দিন।

শনিবার (২০ মে) দুপুরে বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে বরিশালে এই সমাবেশ হয়।

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনা নোটিশ পাইছে, প্রথম নোটিশ পাইছে আমাদের বাংলাদেশ থেকে, পরে নোটিশ পেয়েছে জাপান থেকে, পরে আমেরিকা থেকে, পরে বৃটেন থেকে। নোটিশ পাওয়ার পর এখন প্রলাপ বকছে। যারা স্যাংশন দেন আমি তাদের মালামাল কিনব না। আমেরিকা যদি কালকে বলে তোমার জামাকাপড় নেব না, কী অবস্থা হবে? মিডল ইস্ট চলে আমেরিকার কথায়, আমেরিকা যদি মিডল ইস্টের সালমানকে বলে তোমার কুয়েত, কাতার, সৌদিতে আর লোক নিবা না। রেমিটেন্স আসবে? আসবে না। তো কার সঙ্গে ঝগড়া করি আমরা?’

শাহজাহান ওমর বলেন, ‘নোটিশ পেয়ে শেখ হাসিনার মাথা খারাপ। এটা বন্ধ করে ওটা বন্ধ করে। এখন একটা নতুন থিওরি বের করছে ওয়েস্ট মিনিস্টার কায়দার নির্বাচন। ওই কায়দায় নির্বাচন বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কেউ দিয়েছে? আওয়ামী লীগ সরকার ৭৩ সালে ভোটের বাক্স নিয়ে গুনত পরের দিন। ১৪ ও ১৮ সাল তো আপনারা নিজেই দেখেছেন। এখন ওয়েস্ট মিনিস্টার নির্বাচন কেমন করে দেবে? যদি এতোই আপনার জনগণের ওপর আস্থা থাকে, কথায় কথায় বলেন উন্নয়ন করেছেন তাইলে আপনার ভয় কিসের? আপনি পদত্যাগ করুন, সংসদ বাতিল করে ভোট দিন।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আরেকটা কথা আমাদের পার্শ্ববর্তী চরমোনাই। পীর, আলেম দরবেশ মানুষ আমরা অবশ্যই তাকে সম্মান করি। কয়েকদিন আগে ওনি বললেন এই সরকারের আমলে কোনো নির্বাচনে যাওয়া ঠিক হবে না। এখন উনি কেন মেয়র হওয়ার নির্বাচনে অংশগ্রহণ করছেন। রাজ্য কীভাবে পরিচালনা করে চরমোনাই কি তা জানেন? এক্ষেত্রে জ্ঞান দরকার, স্পেশাল জ্ঞান। সেই জ্ঞান মুফতিদের আছে কিনা সন্দেহ। একেবারে যে নাই তা না। তারা ওয়াজ নসিয়তে পারদর্শী, কোরআন-হাদিসের ব্যাখ্যায় পারদর্শী আমরা মানি। এজন্য আমরা তাদের সম্মান করি। কিন্তু আপনারা আওয়ামী লীগকে বৈধতা দিচ্ছেন মানে কী? আপনারা আওয়ামী লীগের বি-টিম। যখন বিএনপি নির্বাচন করে না তিনশ জন মুফতি নির্বাচনে দাঁড় করিয়েছে মানে কী? যারা খুচরা দল তারা আওয়ামী লীগকে বৈধতা দেয়। এবার আর হবে না। ২৩ সালের নির্বাচনে এরকম করতে দেওয়া যাবে না। যারা এই বৈধতা দিতে যাবেন হাত পায়ে লোহার রড বাইন্ধা যাইয়েন। শেখ হাসিনা শিখিয়েছেন একটা মারলে ৫টা মার আর বলছে কী লগি বৈঠা দিয়া পিটাও। সাপ যেভাবে মারে ওই রকম মানুষ মার। প্রধানমন্ত্রী আমাদের জ্ঞানদান করেছেন। সেই জ্ঞানে জ্ঞানিত হইয়া আমরাও ২০২৩ সালে নির্বাচনে সেই করব।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে শাহজাহান ওমর বলেন, ‘বিএনপির নীতিনির্ধারকরা পলিসি নিয়েছে আমরা এই নির্বাচনে যাব না। মহাসচিব নির্দেশ দিয়েছেন যিনি নির্বাচনে যাবেন তিনি বিএনপি করেন না। খবরদার। অনেক লোভ লালসা প্রত্যাখ্যান করেছেন। সামান্য লোভে আপনারা ভোট দিতে যাবেন না।’

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশ বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শাহিদুল্লাহ।

সমাবেশের সঞ্চালনা করেন মহানগর সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:১১ | শনিবার, ২০ মে ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com