বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুনিরা আজ গণতন্ত্র হত্যা দিবস পালন করে: নানক

  |   বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট

খুনিরা আজ গণতন্ত্র হত্যা দিবস পালন করে: নানক

৩০ ডিসেম্বরকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে। একইদিনে গণতন্ত্র হত্যা দিবস পালন করে বিএনপি। যারা বিভিন্ন সময়ে দেশের মানুষকে হত্যা করেছে, তারাই এ দিনটিকে গণতন্ত্রের হত্যা দিবস হিসেবে পালন করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউটে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে মহানগর উত্তর আওয়ামী লীগে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।.

নানক বলেন, যারা হাজারও মানুষকে হত্যা করেছে, তারা আজ গণতন্ত্র হত্যা দিবস পালন করে। ওরা গণতন্ত্র বোঝে না। ওদের গণতন্ত্র হাওয়া ভবনের গণতন্ত্র। ওদের গণতন্ত্র মানে এদেশকে জঙ্গিদের অভিয়ারণ্য গড়ে তোলা।,

পৌর নির্বাচনের কথা উল্লেখ করে নানক বলেন, আজকে নির্বাচন হয়। জনগণ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করে। গতকাল ২৪টি পৌরসভায় নির্বাচন হলো। আবাল-বৃদ্ধ-বনিতা সবাই স্বতস্ফূর্তভাবে ভোট দিল। ২৪টি পৌরসভার মধ্যে মাত্র দুটি বিএনপি পেল। ২২টিই আওয়ামী লীগ পেয়েছে। এটিই বাংলাদেশের চিত্র।

করোনা মোকাবেলায় আওয়ামী লীগের নানান কার্যক্রম তুলে ধরে দলের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, কোভিড ১৯ বিশ্বকে থমকে দিয়েছে। বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন ছিল, কয়েকদিন লকডাউনের পর শেখ হাসিনা বিশ্বকে তত্ত্ব দিলেন জীবন ও জীবিকা একসঙ্গে চলতে হবে। শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন মধ্যবিত্ত শ্রেণির মানুষ হাত পাততে পারে না। তাদের কাছে খাবার পৌছে দিতে হবে। আওয়ামী লীগ তাদের ঘরে রাতের অন্ধকারে খাবার পৌছে দিয়েছে।

আওয়ামী লীগের সংগঠনগুলো কৃষকের ধান কেটে ফসল ঘরে পৌঁছে দিয়েছে বলে জানান জাহাঙ্গীর কবির নানক। বলেন, এটি সম্ভব হয়েছে কারণ এই সরকার জনগনের সরকার। শেখ হাসিনা বলেছেন, জীবন এবং জীবিকা এক সঙ্গে চলতে হবে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ সকল উন্নয়ন প্রকল্পের কাজও বন্ধ হয়নি। তাও এগিয়ে চলেছে। তাই শেখ হাসিনা সরকার বিশ্বের কাছে উন্নয়নের মডেল হিসেবে চিহ্নিত করেছে।,

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি মতিউর রহমান মতিসহ মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৩৮ | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com