শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে প্রস্তুত কারা কর্তৃপক্ষ

  |   বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট

খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে প্রস্তুত কারা কর্তৃপক্ষ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে ঘিরে কারা কর্তৃপক্ষ তাদের প্রস্তুতি শেষ করেছে। পুরানো ঢাকার বন্ধ হয়ে যাওয়া কারাগারে নারী ওয়ার্ডের দ্বিতীয় তলার কয়েকটি কক্ষ ধোয়ামোছা করে আসবাবপত্র বসানো হয়েছে। কারা সূত্র জানিয়েছে রায় যা হোক না কেন পুনঃপ্রস্তুতি নিয়ে রেখেছে তারা। আর কয়েক মাস আগে থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভিআইপি বন্দিদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান।

নাজিমউদ্দিন রোডে বন্ধ হয়ে যাওয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ১ প্লাটুন পুলিশসহ অন্যান্য আয়োজন দেখে বুঝা যায় এটা কারা কর্তৃপক্ষের আগাম প্রস্তুতি। এ কারাগারে মহিলা ওয়ার্ডে শিশুদের জন্য করা ডে কেয়ার সেন্টারটিকে ভিআইপি বন্দি থাকার মতো উপযোগী করা হচ্ছে। সে সঙ্গে পাশে বিউটি পার্লার প্রশিক্ষণ কেন্দ্র, সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটিকে বসাবাসের উপযোগী করছে কারা কর্তৃপক্ষ।

কারাগারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রায় যাই হোক না কেন ভিআইপি বন্দি আসতে পারে এমন সম্ভাবনা থেকে তাদের আগাম প্রস্তুতি। যদি এই প্রস্তুতি না থাকে তাহলে নিরাপত্তাসহ নানা জটিলতায় পড়তে পারে কারা কর্তৃপক্ষ।

কাশিমপুরের মহিলা কারাগারেও ভিআইপি বন্দি থাকার ব্যবস্থা আছে। তবে ঢাকা থেকে দূরত্ব ও পথে নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ হয়ে যাওয়া পুরানো কারাগারই বেশি পছন্দ কারা কর্তৃপক্ষের।

এদিকে, ভিআইপি বন্দি আনা নেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইভিকো ব্রান্ডের আধুনিক প্রিজন ভ্যান কিনেছে। এই প্রিজন ভ্যানে রয়েছে ম্যাগনেটিক লক সিস্টেম। সেই সঙ্গে গাড়ির ভিতরে দুটি আলাদা প্রকোষ্ঠ রয়েছে। যাতে একসঙ্গে কমপক্ষে ১০ জন বন্দি পরিবহন করা যাবে। গাড়ির ভিতর থেকে বাইরে দেখার সুযোগ নেই। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই প্রিজন ভ্যানের ভিতরে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো। চালকের সামনে থাকা মনিটর ছাড়াও গাড়ির ভিতরের ছবি ঊর্ধ্বতন কর্মকর্তারা যেকোন জায়গা থেকে দেখতে পারবেন। প্রায় কোটি টাকার মূল্যের এই প্রিজন ভ্যানটি শুধু জিয়া এতিমখানা দুর্নীতি মামলার শুনানির সময় বকশীবাজারে দুই মাস ধরে আনা হচ্ছে। এই মামলায় কারাগারে থাকা কাজী সলিমুল হককে আনা নেওয়ায় কয়েকবার ব্যবহার করা হয়েছে। এর বাইরে এখন পর্যন্ত কোন হাজতি বা কয়েদি পরিবহনের জন্য এই আধুনিক প্রিজন ভ্যান ব্যবহৃত হয়নি।

সূত্র : একাত্তর টিভি

Facebook Comments Box
advertisement

Posted ১১:০২ | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com