শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা গণআন্দোলনের নামে সন্ত্রাসী পথ বেছে নিয়েছে: প্রধানমন্ত্রী

  |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

hasina-pm

আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পথে না এসে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া সন্ত্রাসের রাজত্ব কায়েমের আন্দোলনে নেমেছেন বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম জিয়া বুঝতে পেরেছেন- জনগণ তার সাথে নেই। এভাবে কিছুই হবে না। নির্বাচনে না গিয়ে ভুল করেছেন। তাই তিনি গণআন্দোলনের নামে সন্ত্রাসী পথ বেছে নিয়েছেন।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্টান এসোসিয়েশনের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার দেয়া কর্মসূচির প্রতিক্রিয়া এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যা, বাসে আগুন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এগুলো জঙ্গিবাদী কর্মসূচি।

তিনি বলেন, আমি যখনই ওনাকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছি, তখনই পেয়েছি আল্টিমেটাম। তিনি বলেন, ভবিষ্যতে আর যাতে কখনো দেশে অগণতান্ত্রিক কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সংবিধান সংশোধন করা হয়েছে।  প্রসঙ্গত, বিরোধী দলের নেতা মঙ্গলবার সন্ধ্যায় ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ২২:৫০ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com