শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খালেদার সঙ্গে সাক্ষাতে কারাগারে ফখরুলসহ আট নেতা

  |   বুধবার, ০৭ মার্চ ২০১৮ | প্রিন্ট

খালেদার সঙ্গে সাক্ষাতে কারাগারে ফখরুলসহ আট নেতা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ঢাকার পুরনো কারাগারে বন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন বিএনপির আট জন জ্যেষ্ঠ নেতা।

বুধবার বিকাল তিনটায় নাজিমউদ্দিন রোডের কারাগারে ঢোকেন তারা।

বিএনপি প্রধানের সঙ্গে যারা দেখা করতে গেছেন তারা হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাকহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

১৯৯১ সালে এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখেরও কিছু বেশি টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় খালেদা জিয়া এখন কারাগারে বন্দী। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টারা জরিমানার আদেশ দেন।

এক মাস ধরে কারাগারে বন্দী খালেদা জিয়া উচ্চ আদালতে আপিল করেছেন দণ্ডের বিরুদ্ধে। পাশাপাশি তাকে জামিনে বের করে আনার চেষ্টা করছে বিএনপি নেতারা।

খালেদা জিয়া বন্দী হওয়ার পর থেকে বিএনপি নেতারা নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে দল চালাচ্ছেন। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও যুক্তরাজ্য থেকে নির্দেশনা দিচ্ছেন।

আজকের এই বৈঠকে বিএনপি নেতারা খালেদা জিয়ার মামলা নিয়ে আলোচনার পাশাপাশি দলের বিষয়ে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:০৩ | বুধবার, ০৭ মার্চ ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com