বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খাদ্যকে জিম্মি করেও সরকার অবৈধ প্রফিট করতে চায়: মির্জা ফখরুল

  |   বৃহস্পতিবার, ০২ জুন ২০২২ | প্রিন্ট

খাদ্যকে জিম্মি করেও সরকার অবৈধ প্রফিট করতে চায়: মির্জা ফখরুল

বর্তমান সরকার সব কিছুতেই অবৈধ মুনাফা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ‘এই সরকারের সমস্যা হলো, তারা সবকিছুর মধ্যে অবৈধ প্রফিট করতে চায়। এমনকি খাদ্যকে জিম্মি করেও তারা অবৈধ প্রফিট করতে চায়।

 

রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি এক ছাত্রদল নেতাকে পরিদর্শন শেষে একথা বলেন বিএনপি মহাসচিব।

 

মির্জা ফখরুল বলেন, সরকারের কারসাজিতে চালের দাম ঊর্ধ্বমুখী। খাদ্যকে জিম্মি করে অবৈধ প্রফিট করতে চায়। এটা নতুন নয়, ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তা খাদ্য সংকটে নয়, আওয়ামী লীগের সরকারের দুর্নীতি লুটপাটের কারণেই হয়েছিল। একইভাবে এখন খাদ্যশস্য জিম্মি করে কৃত্রিম সংকট তৈরি করে সরকার জনগণের ভোগান্তি সৃষ্টি করছে।

 

ফখরুল বলেন, প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসের মাধ্যমে তাদের রাজনীতি প্রতিষ্ঠা করছে। মানুষ যখন এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে, তখন ছাত্রলীগ অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ভয়াবহ আক্রমণ ও হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। ৫০ জনের বেশি নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এর মাধ্যমে প্রমাণ হলো আওয়ামী লীগ জনগণের ভালোবাসা দিয়ে নয়, তারা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চায়।

 

আওয়ামী লীগ আবারও আগামীতে তাদের মতো করে একটি নির্বাচন দিয়ে পার পেতে চাইছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, জনগণ কিন্তু সেটা হতে দেবে না। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দাবি আদায় করা হবে।

 

ছাত্রদল নেতা সাহাবুদ্দিন সিহাবের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৫০ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com