শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ করতে হবে :  মাওলানা সৈয়দ মজিবর রহমান

  |   শুক্রবার, ২৫ মে ২০১৮ | প্রিন্ট

ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ করতে হবে :  মাওলানা সৈয়দ মজিবর রহমান

ঢাকা, ২৫ মে : খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান বলেছেন, ক্রসফায়রের নামে মানুষ হত্যা করে সমস্যার সমাধান হবে না। সে যে অপরাধীই হোক না কেন বিনা বিচার হত্যা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ করতে হবে। চুনোপুটি মেরে সমস্যার সমাধান হবে না। রাঘব বোয়ালদের আইনের আওতায় আনতে হবে। দেশে প্রায় ৭০ লক্ষ মানুষ মাদকাসক্ত কিভাবে হলো।

সরকার, প্রশাসন, মাদক নিয়ন্ত্রন সংস্থা – কোথায় ছিল। সরকার প্রশাসন থাকতে কিভাবে দেশে মাদকদ্রব্য ঢুকে অথবা তৈরী হয়? আসলে সর্ষের মধ্যেই ভূত আছে। মাদক নির্মূলে সেই সর্ষের ভূত আগে তাড়াতে হবে। মাদক, সন্ত্রাস, দুর্নিতী থেকে মুক্তি পেতে হলে মানুষকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সেজন্যে ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বারোপ করতে হবে। কুরআন-হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে। খেলাফত মজলিস ঢাকা মহানগরীর চকবাজার থানা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ ২৫ মে শুক্রবার বিকাল ৪:৩০টায় বকশিবাজার রোকেয়া কুঞ্জ কমিউিনিটি সেন্টারে চকবাজার থানা সভাপতি হাজী হারূনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হক, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব নূর হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরী যুগ্ম সম্পাদক মুফতি বাসিরুল হাসান, খেলাফত মজলিস কামরাঙ্গিরচর থানা সভাপতি মাওলানা নূরুল হক, বিএনপি চকবাজার থানা সেক্রেটারী আলহাজ্ব কুতুব উদ্দিন, মুহাম্মদ গিয়াস উদ্দন, হাজারীবাগ থানা সভাপতি মুফতি মঈন উদ্দীন, মুফতি তাজুল ইসলাম ছাত্র নেতা মুহাম্মদ তাইফুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ২০:২৬ | শুক্রবার, ২৫ মে ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com