বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুসিক নির্বাচনে কে কোন প্রতীক পেলেন?

  |   শুক্রবার, ২৭ মে ২০২২ | প্রিন্ট

কুসিক নির্বাচনে কে কোন প্রতীক পেলেন?

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এতে বিএনপির বহিস্কৃত নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি, আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত নৌকা প্রতীক পেয়েছেন।

 

এছাড়া সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল পেয়েছেন হরিণ প্রতীক, ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক।

 

শুক্রবার  প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা আচরণ বিধি-মেনে প্রচার প্রচারণা চালাতে পারবেন।

 

গত ২৫ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে ইসি। আগামী ১৫ জুন এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই তফসিলে ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদেও ভোট হবে।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১৯ মে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে ৬ মেয়র প্রার্থীসহ মোট ১৫৪ জনকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তাদের মধ্যে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১১ জন ও ৩৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলর রয়েছেন। যাচাই বাছাইয়ে ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার পর আপিলের মাধ্যমে ৬ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন।

 

এর আগে গত ১৭ মে ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। ওইদিন ৮ মেয়র প্রার্থীসহ মোট ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাকিদের মধ্যে ১২০ জন সাধারণ কাউন্সিলর এবং ৩৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন।

 

২০১২ সালের নির্বাচনে সাক্কুর কাছে আওয়ামী লীগের প্রবীণ নেতা প্রয়াত আফজল খান পরাজিত হন। ২০১৭ সালে তার মেয়ে আঞ্জুম সুলতানা সীমাও হারেন সাক্কুর কাছে। সীমা বর্তমানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

 

২০১৭ সালের নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু দ্বিতীয়বারের মতো এ সিটিতে নির্বাচিত হয়েছিলেন। এ সিটিতে সে সময় মোট ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। বর্তমানে নগরীর ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন।

Facebook Comments Box
advertisement

Posted ০৬:৪১ | শুক্রবার, ২৭ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com