শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সীমার পক্ষে প্রচারে যাচ্ছেন কেন্দ্রীয় ২৭ নেতা

  |   সোমবার, ০৬ মার্চ ২০১৭ | প্রিন্ট

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন  সীমার পক্ষে প্রচারে যাচ্ছেন কেন্দ্রীয় ২৭ নেতা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে নির্বাচনী প্রচার কাজে অংশগ্রহণ করার জন্য ২৭ টি ওয়ার্ডে ২৭ জন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ।

রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের এক অনির্ধারিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা এ তথ্য  নিশ্চিত করেছেন।

তিনি জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামীমকে নির্বাচনী প্রচার কাজ সমন্বয় করার দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও দলের যে সব নেতা সংসদ সদস্য নন, এমন ২৭ জন নেতাকে ২৭ ওয়ার্ডে নির্বাচনী প্রচারের দায়িত্ব দেয়া হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি,  তথ্য বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলওয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্য নির্বাহী সদস্য গোলাম রব্বানি চিনু, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহান, ডাক্তার শাম্মি আহম্মেদ, মারুফা আক্তার পপি প্রমুখ।

সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময়ও দলের নির্দেশনা অনুযায়ী দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করেছেন কেন্দ্রীয় নেতারা। নির্বাচনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে বিপুল ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন আইভী।

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক সাক্কু, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, জাসদ মনোনীত প্রার্থী শিরিন আক্তার, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) অ্যাড. সোয়েবুর রহমান, স্বতন্ত্র মেজর (অব.) মো. মামুনুর রশীদ। রবিবার এসব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ত্রুটিপূর্ণ হওয়ায় মেজর (অব.) মো. মামুনুর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ০৫:৫১ | সোমবার, ০৬ মার্চ ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com