শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কুবির ফার্মেসী বিভাগে অনুষ্ঠিত হলো গবেষণা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার

আল মাসুম হোসেন   |   বুধবার, ০৭ জুন ২০২৩ | প্রিন্ট

কুবির ফার্মেসী বিভাগে অনুষ্ঠিত হলো গবেষণা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় : ফার্মেসী বিভাগে পড়াশোনা শেষে কিংবা পড়াশোনা চলাকালীন এ বিষয়ের গবেষণা বা চাকরিক্ষেত্র সম্পর্কে সঠিক ধারনা না থাকায় অনেকেই হতাশায় ভোগে। তাই গবেষণা ও ক্যারিয়ার সম্পর্কে সঠিক গাইডলাইন দিতে ফার্মেসি বিভাগ এর শিক্ষকদের উদ্যোগে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসী সোসাইটি এর সার্বিক তত্ত্বাবধায়নে ক্যারিয়ার গাইডলাইন নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।ফার্মেসী বিভাগের ছাত্র উপদেষ্টা হালিমা আক্তার সঞ্চালনা ও বিভাগীয় প্রধান ড. প্রদীপ দেবনাথ সভাপতিত্ব করেন।সেমিনারটিতে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্‌ (বিআরআইসিএম) মহাপরিচালক ড. মালা খান ও সাইনোভিয়া ফার্মা পিএলসি এর এজিএম (মার্কেটিং) মোহাম্মদ সুমন মুহসিন।

বুধবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন সম্মানিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল।

উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন একাডেমীক কার্যক্রম ও কোম্পানির কাজ আলাদা কিছু নয় একাডেমীতে থিউরি পড়ানো হয় আর কোম্পানি গুলোতে তা আপ্লায় করা হয়। ফার্মেসি বিভাগে থিউরির পাশাপাশি প্র‍্যাক্টিস না করলে ফলপ্রসূ হয় না তাই থিউরির পর প্র‍্যাক্টিস বেশি করতে হবে। এজন্য বেশি বেশি ফার্মাসিউটিকাল কোম্পানিগুলোর সাথে কোলাবরেশন করতে হবে।উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ফরথ ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশনের জন্য গবেষণার গুরুত্ব অপরিসীম । তিনি উপস্থিত কিনোট স্পিকারদের কাছে আহ্বান জানান যেন কুবির ফার্মা গ্র্যাজুয়েটদের প্রতিভা দেখানোর সুযোগ করে দেয়া হয় তাদের প্রতিষ্ঠানে।

ড. মালা খান মেট্রলোজির গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। বিআরআইসিএম ঘুরে দেখার জন্য সকল শিক্ষার্থীদের আহ্বান করেন।মোহাম্মদ সুমন মুহসিন স্যার বাংলাদেশে ফার্মা মার্কেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও বক্তাগন সবাই গবেষণার গুরুত্ব ও ভবিষ্যতে ফার্মা মার্কেট দ্রুত বিস্তৃতি ও নানান সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস, এনামুল হক, রাফেজা খাতুন, জয় চন্দ্র রাজবংশী, হালিমা আক্তার, সাদিয়া জাহান আনিকা, কামরুল হাসান শিখন ও বিদ্যুৎ কুমার সরকার। বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে বিভাগীয় প্রধান ড. প্রদীপ দেবনাথ ভবিষ্যতে আরো বেশি বেশি সেমিনার আয়োজন করার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:৩১ | বুধবার, ০৭ জুন ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com