শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কর্তৃত্ববাদী দু:শাসনে দেশে আইনের শাসন, মানবাধিকার ভূলুন্ঠিত :  ড. আহমদ আবদুর কাদের

  |   শনিবার, ০২ জুন ২০১৮ | প্রিন্ট

কর্তৃত্ববাদী দু:শাসনে দেশে আইনের শাসন, মানবাধিকার ভূলুন্ঠিত :  ড. আহমদ আবদুর কাদের

 

ঢাকা, ২ জুন : খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুর কাদের বলেছেন, একদলীয় কর্তৃত্ববাদী দু:শাসনের কারণে দেশে আইনের শাসন, মানবাধিকার আজ ভূলুন্ঠিত। দেশে ক্রসফায়রের নামে বিনাবিচারে মানুষ হত্যা, গুম, খুন, দুর্নিতীর সয়লাব চলছে। মাদক কারবারে জড়িত রাঘব বোয়ালদের বাদ দিয়ে শুধু চুনোপুটিদের ধরে সমস্যার সমাধান হবে না। মাদকের মূল উৎসে আঘাত হানতে হবে। মানুষকে ধর্মীয় তথা কুরআন-হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে।

তিনি বলেন, সারা বিশ্বব্যাপী মুসলমানদের আজকে যে দূরবস্থা চলছে তা থেকে মুক্তি পেতে ঈমানের বলে বলিয়ান হয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। সংকীর্ণ ব্যক্তি স্বার্থ ও মতভেদ পরিহার করতে হবে। মুসলমানদেরকে আত্মশুদ্ধি ও জ্ঞান- বিজ্ঞানের চর্চায় মনোনিবেশ করতে হবে। খেলাফত মজলিস ঢাকা মহানগরীর আয়োজিত ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ ২ জুন ২০১৮ শনিবার বিকাল ৪:৩০ টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জ-৩ এ খেলাফত মজলিস ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা সাইয়েদ ফিরদাউস বিন ইসহাক, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক আবদুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মনির হোসাইন, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি ওযায়ের আমিন, কলতাবাজার জামে মসজিদের খতিব মাওলানা উবায়দুল্লাহ মাজহারী।

আরো উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের যুগ্মমহাসচিব মাওলানা শওকত আমীন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় অর্থ ও আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট মো: মিজানুর রহমান, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো: আবদুল জলিল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, হাফেজ মাওলানা জিন্নত আলী, ঢাকা মহানগরীর সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম, মাওলানা নুরুল হক, মাওলানা আইউব আলী, অধ্যাপক গাজী আবদুল মান্নান, মোল্লা মুহাম্মদ বাকের, মাওলানা সাইয়্যেদুর রহমান, মাওলানা মাসউদৃর রহমান, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, মোঃ আবুল হোসেন, হারুন অর রশীদ, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, হুমাযুন কবির আজাদ, শ্রমিক মজলিস সভাপতি হাজী নূর হোসেন, ফয়জুল ইসলাম, কাজী আরিফুর রহমান, সেলিম হোসাইন, মাওলান মুহাম্মদ আজিজুল হক, এ্যাডভোকেট সানাউল্লাহ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, ছাত্র নেতা মুহাম্মদ রমজান আলী প্রমুখ।

সভাপতির বক্তব্যে শেখ গোলাম আসগর বলেন, মানুষ আজ জুলুমের শিকার হয়ে আল্লাাহর কাছে সাহায্যের জন্যে আকুল আর্তনাদ করছে। এ জুলুম নির্যাতন থেকে মুক্তির জন্যে ঐক্যবদ্ধ আন্দোরনে ঝাপিয়ে পড়তে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:১৭ | শনিবার, ০২ জুন ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com