শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

করোনায় প্রকৃত মৃত্যু দ্বিগুণেরও বেশি: সমীক্ষা

  |   মঙ্গলবার, ১১ মে ২০২১ | প্রিন্ট

করোনায় প্রকৃত মৃত্যু দ্বিগুণেরও বেশি: সমীক্ষা

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর অফিসিয়াল যে সংখ্যা প্রকাশ করা হয়েছে তার চেয়ে দ্বিগুণেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে এক সমীক্ষায়। ওয়াশিংটন ইউনিভার্সিটির অন্তর্গত ‘ইনস্টিটিউট অব হেল্থ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন’ (আইএইচএমই) এই সমীক্ষা চালিয়েছে। ইউনিভার্সিটির ওয়েবসাইটে রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

 

সমীক্ষায় বলা হয়েছে, অনেক দেশেই মৃত রোগী করোনায় আক্রান্ত ছিলেন, সে বিষয়ে নিশ্চিত থাকলে এবং হাসপাতালে রোগীর মৃত্যু হলে তবেই তা সরকারি খাতায় নথিভুক্ত হচ্ছে।

আইএইচএমই এর ডিরেক্টর ক্রিস্টোফার মুরে বলেছেন, ‘কোভিডে ঘোষিত মৃত্যুর হার কোন দেশে কী মাত্রায় কোভিড পরীক্ষা হচ্ছে তার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে সম্পর্কিত। পরীক্ষা কম হলে মৃত্যুর কারণ ধরা পড়ার সম্ভাবনাও কম।’

 

সংস্থাটির সমীক্ষায় উঠে এসেছে, ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর হিসেব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৬ লক্ষের কাছাকাছি। কিন্তু আদতে মৃত্যু হয়েছে ৯ লক্ষের বেশি মানুষের।

 

মুরে জানিয়েছেন, তাদের এই সমীক্ষা সরাসরিভাবে করোনায় মৃত্যু নিয়ে। মহামারির ফলে তৈরি হওয়া সঙ্কটের কারণে মৃত্যুকে হিসেবের মধ্যে ধরেননি তারা।

 

এরই মধ্যে করোনা বিধিনিষেধের কিছুটা শিথিল করছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, স্পেনের মতো দেশগুলো। হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্টনি ফাউচি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির বিচারে ঘেরা জায়গায় বা ইনডোর পাবলিক স্পেসে মাস্ক পরার নির্দেশিকা এবার শিথিল করা হতে পারে।

 

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন গত মাসে ঘরের বাইরে মাস্ক পরার বিধি আলগা করে। কিন্তু টিকা নেওয়া বা না নেওয়া ব্যক্তিদের মল, সিনেমা হল বা সংগ্রহশালার মতো জায়গায় মাস্ক পরার নির্দেশ বহাল রাখে। ফাউচি বলেছেন, ‘যত বেশি সংখ্যক মানুষে টিকা নেবেন, আমরা তত বেশি স্বাধীন হতে পারব।’

 

কোভিড-১৯ সতর্কতার মাত্রা এক ধাপ কমিয়ে ৪ থেকে ৩ করা হয়েছে ব্রিটেনে। সে দেশের প্রধান মেডিকেল কর্মকর্তা জানিয়েছেন, সংক্রমণ সংক্রান্ত সাম্প্রতিক তথ্য বিচার করে সতর্কতার মাত্রা কমানো হয়েছে। ব্রিটেনের মানুষ কোভিড-বিধি মানার পাশাপাশি টিকাকরণ কর্মসূচিতে গতি আসার পরেই সংক্রমণ, মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যায় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।

 

স্পেনে আবার ১৩টি প্রদেশে কারফিউ উঠে যাওয়ায় আনন্দে রাস্তায় নেমে পড়েন সাধারণ মানুষ। বার্সেলোনার সৈকতে ও মাদ্রিদের রাস্তায় উৎসবে মেতেছেন মানুষজন। তাদের অনেকেরই মাস্ক নেই, মানছেন না দূরত্ব-বিধিও। ছ’জনের বেশি জমায়েত নিষিদ্ধ থাকলেও, মানা হচ্ছে না সেই বিধিও।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৫৬ | মঙ্গলবার, ১১ মে ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com