শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কমিটি স্থগিতের দাবিতে ৩ দিনের আল্টিমেটাম, পদবঞ্চিত মহানগর বিএনপির

  |   বুধবার, ০৬ জুন ২০১৮ | প্রিন্ট

কমিটি স্থগিতের দাবিতে ৩ দিনের আল্টিমেটাম, পদবঞ্চিত মহানগর বিএনপির
স্বাধীনদেশ অনলাইন  : সদ্যঘোষিত ঢাকা মহানগর উত্তর বিএনপির থানা এবং ওয়ার্ড কমিটিগুলো স্থগিত করে পুনরায় নতুন কমিটি ঘোষণার দাবিতে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এ ছাড়া পুনরায় কমিটি ঘোষণা করার দাবীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর  চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছে নেতাকর্মীরা।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এ চিঠি হস্তান্তর করা হয় বলে তিনি জানান। পদবঞ্চিত নগর বিএনপির উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম পারভেজ জানিয়েছেন, নগর বিএনপির ঘোষিত কমিটি স্থগিত করে পুররায় কমিটি ঘোষণা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আমরা চিঠি দিয়েছি।
চিঠির প্রসঙ্গে তিনি বলেন, চিঠিতে উল্লেখ আছে, নগর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ব্যতিরেকেই তাদের মতামতকে সম্পূর্ণ পাশ কাটিয়ে থানা ও ওয়ার্ড কমিটি ঘোষণা করেন। প্রতি মুহূর্তে আপনার (তারেক রহমান) নির্দেশের কথা বলে এবং দলীয় গঠনতন্ত্র ও নিয়মকে সস্পূর্ণভাবে উপেক্ষা করে এই কমিটি ঘোষণা করে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তা থেকে উত্তরণের জন্যেই আমরা আপনার কাছে এই চিঠির মাধ্যমে যোগাযোগ করছি।
এই বিশৃঙ্খল পরিস্থিতি দ্রুততম সময়ে নিষ্পতি করে নগর বিএনপিকে আবারও শক্তিশালী, আন্দোলনমুখী, সুশৃঙ্খল চেইন অব কমান্ডের আওতায় নিয়ে আনার প্রয়োজনীয়, দায়বদ্ধতা থেকেই আমরা সদ্যঘোষিত এই প্রচণ্ড দূর্বল কমিটি স্থগিত করে ত্যাগী নেতাদের সমন্বয় গঠন করার জন্য আপনাকে সবিনীত চিত্ত অনুরোধ করছি।
নগর বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, মোস্তাফিজুর রহমান, ফেরদৌসী আহমেদ মিষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেনসহ এ চিঠিতে ১৭ জন নেতা স্বাক্ষর করেছেন। এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্যগঠিত কমিটি বাতিলের দাবিতে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির পদবঞ্চিত নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা গেছে, সকাল সোয়া ১১ টা মহানগর উত্তর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানারসহ বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা অবৈধ কমিটি মানি না মানবো না, কাইয়ুম-হাসানের কমিটি মানি না মানবো নাসহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন। বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা ঘোষিত নগর বিএনপির কমিটিকে পকেট কমিটি হিসেবে অ্যাখায়িত করেন।
এসময় পুলিশ পিছন থেকে ধাওয়া দিয়ে মিছিলটি পন্ড করে  দেন। বিক্ষোভ মিছিল থেকে এসময় মহানগর বিএনপির ৩ জন নেতাকর্মীকে আটক করে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ। তবে আটককৃতদের নাম জানা যায়নি। নগর বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মিষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানেরর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে নগর বিএনপির কমিটিকে দূর্বল, অযোগ্য ও পকেট কমিটি হিসেবে অ্যাখায়িত করে উত্তরখান থানা বিএনপির ব্যানারে সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখান থেকেও নেতাকর্মীরা ঘোষিত কমিটি স্থগিতসকরে পুনরায় কমিটি ঘোষণার দাবি জানান। অপরদিকে নগর বিএনপির নতুন কমিটি পদ পাওয়া নেতারা দুপুর ১২ টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িতে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গত ৩ জুন ঢাকা মহানগর উত্তর বিএনপির থানা এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা পর থেকেই সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ করে আসছেন, নগর বিএনপির উত্তরের সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান অর্থের বিনিময়ে কমিটিতে পদ দিয়েছেন।
Facebook Comments Box
advertisement

Posted ১৫:৩২ | বুধবার, ০৬ জুন ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com