বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উড়ন্ত বিমানের দরজা খোলার চেষ্টা নারীর, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

উড়ন্ত বিমানের দরজা খোলার চেষ্টা নারীর, অতঃপর…

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। দেশটির টেক্সাসের হিউস্টন থেকে ওহাইওর কলম্বাসে যাচ্ছিল সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি ফ্লাইট। কিন্তু হঠাৎ উড়ন্তের সেই বিমানের দরজা খোলার চেষ্টা করেন এক নারী যাত্রী। এতে বাধ্য হয়ে বিমানটিকে আরকানসাস অঙ্গরাজ্যে জরুরি অবতরণ করেন পাইলট।

 

যে নারী ওই বিমানের দরজা খোলার চেষ্টা করেছিলেন, তার নাম এলম আগবেগিনউ বলে জানা গেছে। ঘটনার পর ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। এরপর সেটি আদালতে গড়িয়েছে।

 

আরকানসাসের ইস্টার্ন ডিস্ট্রিক্টের আদালত এ মামলার নথি প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, এলমের বয়স ৩৪ বছর। তিনি যখন বিমানের দরজা খোলার চেষ্টা করেছিলেন, তখন সেটি ৩৭ হাজার ফুট ওপর দিয়ে উড়ছিল।
কীভাবে এলম উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করেছেন, তার পূর্ণ বর্ণনা পাওয়া গেছে আদালতের নথিতে। এতে বলা হয়, বিমান উড়ন্ত অবস্থায় ওই নারী উঠে পেছনের দিকে চলে যান। এ সময় এক ফ্লাইট অ্যাটেনডেন্ট তাকে দেখে ফেলেন। বিমানের ওই কর্মী এলমকে জিজ্ঞেস করেন, তিনি শৌচাগার খুঁজছেন কি না। নয়তো তাকে আসনে গিয়ে বসতে হবে। কিন্তু এলম তা না শুনে দরজা খোলার চেষ্টা করেন। এ সময় এক যাত্রী শুনতে পান, কেউ একজন দরজা খোলার চেষ্টা করছেন। তিনি উঠে গিয়ে এলমকে থামাতে গেলে তাকে কামড়ে দেন।

 

আদালতের নথিসূত্রে জানা গেছে, এলম দরজা খুলতে ব্যর্থ হয়ে বেশ হতাশ হয়েছেন। এ হতাশা থেকে তিনি বিমানের মেঝেতে মাথা ঠুকেছেন। এ সময় তিনি বলেন, “যিশু তাকে বলেছেন ওহাইও যেতে এবং যাওয়ার সময় বিমানের দরজা খুলতে।”

 

পরে বিমানটি আরকানসাসের লিটল রকের হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। এলম অবশ্য গ্রেফতারের পর বিভিন্ন ধরনের কথা বলেছেন। একবার তিনি বলেছেন, তিনি স্বামীকে না জানিয়ে ওহাইও যাচ্ছিলেন। আবার তিনি এ–ও বলেছেন, বেশিক্ষণ তিনি ফ্লাইটে উড়তে পারেন না। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, বিজনেস ইনসাইডার, ইয়াহু নিউজ

Facebook Comments Box
advertisement

Posted ০৪:৫৯ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com