শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইরাকে ফাঁস হওয়া খসড়া বাজেট নিয়ে জনগণের হাহাকার

  |   শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট

ইরাকে ফাঁস হওয়া খসড়া বাজেট নিয়ে জনগণের হাহাকার

ইরাকে আগামী অর্থবছরে সম্ভাব্য বাজেটের একটি খসড়া সম্প্রতি ফাঁস হওয়ার পর আতঙ্ক তৈরি হয়েছে দেশটির জনগণের মধ্যে। ওই খসড়া বাজেটে ইরাকি দিনারের অবমূল্যায়ন এবং অর্থনৈতিক সংকট কাটাতে সরকারি চাকুরেদের বেতন কমানোর কথা বলা হয়েছে।

কয়েক দশক ধরেই মার্কিন ডলারের বিপরীতে ধুঁকছে ইরাকি দিনার। ২০২১ সালের বাজেট চূড়ান্ত করার আগে এর অবমূল্যায়ন বিষয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে আলোচনায় রয়েছে দেশটির সরকার।,

খসড়া বাজেটে এক ডলারের বিপরীতে ইরাকি মুদ্রার মান ১ হাজার ৪৫০ দিনার করার প্রস্তাব দেয়া হয়েছে। বর্তমানে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত ডলারের মূল্য ১ হাজার ১৮২ দিনার।

ইরাক সরকারের ‘হোয়াইট পেপার’ নামে পরিচিত অর্থনৈতিক সংস্কার নীতিতে সরকারি চাকরিজীবীদের বেতন কমানোরও প্রস্তাব দেয়া হয়েছে। বেতন বাবদ খরচ জিডিপির ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশে আনার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির সরকার।,

খসড়া বাজেটে এধরনের প্রস্তাবের খবরে রীতিমতো হাহাকার করছেন ইরাকিরা। এটি বাস্তবায়িত হলে অর্থনৈতিক টানাপোড়েন অনেক বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা।,

আলি কাদিম নামে ৫০ বছর বয়সী এক শিক্ষক বলেন, ইরাকে শ্রমশক্তির বড় অংশই সরকারি চাকরিজীবী। আমরা মধ্যবিত্ত, কিন্তু সরকারের সিদ্ধান্ত আমাদের সবচেয়ে দরিদ্র শ্রেণিতে নামিয়ে আনবে।

তিনি বলেন, আমি দু’টি ঋণ পরিশোধ করছি, যার পেছনে বেতনের তিনভাগই চলে যায়। সরকারের এসব সিদ্ধান্তের পর জানি না কতটা আয় থাকবে।,

সামাজিক যোগাযোগমাধ্যমে খসড়া বাজেট নিয়ে সমালোচনা হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ইরাকের অর্থ মন্ত্রণালয়। তাদের দাবি, এধরনের সমালোচনা আইনপ্রণেতাদের নিরপেক্ষ বিবেচনায় বাধা সৃষ্টি করবে।

একাধিক কর্মকর্তা ফাঁস হওয়া খসড়া বাজেটের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাদের ধারণা, ওই খসড়ায় পরিবর্তন আনা হতে পারে। বিশেষ করে, নির্বাচনের আগে এ ধরনের প্রস্তাবে সরকারবিরোধী ক্ষোভ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী জুনেই ইরাকের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।,

তবে ইরাকি অর্থ মন্ত্রণালয় বলেছে, বাজেট প্রস্তুতকরণ একটি জটিল প্রক্রিয়া। এতে অনেক সময় প্রয়োজন হয়। অপরিণত খসড়া বাজেট মিডিয়ায় ফাঁস করে দেয়া একেবারেই দায়িত্বহীন একটি কাণ্ড।,

অবশ্য সরকারের ঘোষণার আগেই ইরাকে দিনারের অবমূল্যায়ন শুরু হয়ে গেছে। বাগদাদের এক্সচেঞ্জ হাউসগুলো বেশ কিছুদিন থেকেই এক ডলারের বিনিময়ে ১ হাজার ৩০০ দিনার দিচ্ছে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রস্তাব ছিল, এক ডলারের বিপরীতে ইরাকি মুদ্রার মান ১ হাজার ৬০০ দিনার করার। ইরাক সরকার সেটিকে ‘রাজনৈতিকভাবে কঠিন’ বলে জানিয়েছিল।

এরপরও, ইরাকি মুদ্রার অবমূল্যায়ন সংসদে পাস হলে তা জনগণের কাছে অপ্রিয় থাকবে, তা নিশ্চিত। চলতি মাসেই বেতন দিতে দেরি হওয়া নিয়ে দেশটির উত্তরাঞ্চলীয় সুলিমানিয়া প্রদেশে একটি সরকারি ভবনে আগুন ধরিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা।,

তবে সরকারের জ্যেষ্ঠ কর্মকার্তরা বলছেন, এসব সংস্কার ছাড়া তাদের আর উপায় নেই। ইতোমধ্যেই তেলের দাম কমে যাওয়ায় ব্যাপক চাপে রয়েছে ইরাকের অর্থনীতি। এর সংস্কার না হলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার থেকে আগামী বছরই ২০ বিলিয়নে নেমে যেতে পারে। সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৫ | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com