বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

'আরও উন্নত ও চিত্তাকর্ষক অনুষ্ঠান করুন'

  |   বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

 precident hamid

রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তপক্ষ জনগণের প্রত্যাশা অনুসারে আরও উন্নত ও চিত্তাকর্ষক অনুষ্ঠান পরিবেশন করবে।

রাষ্ট্রপতি বলেন, আমি আশা করি বিটিভি কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে এবং জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে অধিক মানসম্পন্ন ও চিত্তাকর্ষক অনুষ্ঠান উপহার দেবে।

তিনি আজ রামপুরায় বিটিভি’র শহীদ মনিরুল আলম মিলনায়তনে প্রতিষ্ঠানটির সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বিটিভি’র প্রথম মহাপরিচালক জামিল চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তথ্যসচিব মুরতজা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন বিটিভি’র মহাপরিচালক ম. হামিদ।

আবদুল হামিদ বলেন, বর্তমান সময় প্রতিযোগিতার মধ্যদিয়ে চলছে। অনেক টিভি চ্যানেল তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে বিনোদনের জন্য তাদের অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এজন্য বিটিভি কর্তৃপক্ষকে দর্শকদের প্রত্যাশার প্রতি মনোযোগী হয়ে এমন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে যাতে দেশের স্বাধীনতার চেতনা সদা সমুজ্জ্বল থাকে। তিনি বলেন, দেশের সংস্কৃতি ও সভ্যতার প্রতি বিশ্বস্ত থেকে বিটিভি’কে এ লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এর মাধ্যমেই প্রতিষ্ঠানটি-বিনোদনের সাবলীল মাধ্যম হিসেবে গ্রহণযোগ্যতা লাভের পাশাপাশি ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতিরও ধারক হয়ে উঠতে পারবে।

আবদুল হামিদ বলেন, বিটিভি নাটক, সংগীত, নৃত্য, ক্রীড়া, শিক্ষামূলক অনুষ্ঠান, টকশো, তথ্যচিত্র, সরকারি উন্নয়ন তত্পরতা এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানমালার পাশাপাশি বাংলা, ইংরেজি সংবাদ পরিবেশন করে থাকে। তিনি বলেন, বিটিভি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক দিবসে অনুষ্ঠানমালা সমপ্রচার করে।, ভবিষ্যতে বিটিভির এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এর সকল দর্শক এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বিটিভির অব্যাহত সাফল্য কামনা করেন। আবদুল হামিদ পরে বিটিভির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি কেক কাটেন।

Facebook Comments Box
advertisement

Posted ২৩:২০ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com