শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমার ভাষায় অন্যরা কথা বলছে দেখলেই বুক ভরে যায় : সেনাবাহিনী প্রধান

  |   সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট

আমার ভাষায় অন্যরা কথা বলছে দেখলেই বুক ভরে যায় : সেনাবাহিনী প্রধান

দক্ষিণ সুদানের মাটিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের জাতিসংঘ শান্তিরক্ষীদের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

 

সোমবার সকালে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি (ব্যানসিইসি)-২১ এর মাঠে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেনাপ্রধান।

 

এ সময় তিনি উপস্থিত বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

সেনাবাহিনী প্রধান বলেন, মাতৃভাষার চেয়ে বড় কিছু হতে পারে না। আমার ভাষায় অন্যরা কথা বলছে, এটা দেখলেই বুক ভরে যায়।

 

তিনি বলেন, এখন আফ্রিকার দুটি দেশের মানুষ বাংলায় কথা বলছে। আমাদের শান্তিরক্ষীদের মানবিক কাজের ফলে ভবিষ্যতে আরও অনেক দেশের মানুষ বাংলায় কথা বলবে বলে আমি বিশ্বাস করি।

 

তিনি বলেন, যেখানেই বাংলাদেশি শান্তিরক্ষীরা নিয়োজিত রয়েছে, সেখানেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। এর মাধ্যমে তারা ভাষার জন্য বাঙালি জাতির আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ইতিহাস বিশ্বের নানা দেশে পৌঁছে দিচ্ছে।

 

সেনাবাহিনী প্রধান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যে আমাদের সক্ষমতা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আজকের এই জায়গার আসতে পেরেছি তাদের ভুলে গেলে চলবে না।

 

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা অনেক পরিশ্রম ও কষ্টের মধ্য দিয়ে দায়িত্ব পালন করে জানিয়ে সেনাবাহিনী প্রধান বলেন, এতো পরিশ্রম ও কষ্টের মধ্যেও আমাদের শান্তিরক্ষীরা ভাষা শহীদদের ভুলে যায়নি। আমার জন্য এটি অত্যন্ত গৌরব ও আনন্দের যে, মাতৃভাষার বীর শহীদদের দেশের বাইরে বিদেশের মাটিতে শ্রদ্ধা জানাতে পারলাম।

 

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষীদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিরল এ ঘটনা সেদেশের মাটিতে বাংলা ভাষা ও বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা যায়।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৫০ | সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com