শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি ইলিয়াস আলী অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন  : খায়রুল কবির খোকন

  |   বুধবার, ২১ এপ্রিল ২০২১ | প্রিন্ট

আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি ইলিয়াস আলী অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন  : খায়রুল কবির খোকন

নিজস্ব প্রতিনিধি, লন্ডন :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এম ইলিয়াস আলী সহ বিগত এক যুগে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হাতে গুম হওয়া নেতাকর্মীদের ফিরে পাওয়া ও খুন হওয়া নেতাকর্মীদের বিচারের দাবীতে মানবাধিকার সংগঠন গ্লোবাল মুভমেন্ট ফর ডেমক্রেসি এন্ড গুড গভর্নেন্স ইন বাংলাদেশ (GMB) এর উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব ইলিয়াস আলীর সহযোদ্ধা ডাকসুর সাবেক জিএস, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সাবেক এমপি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাবির রোকেয়া হলের সাবেক ভিপি, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা, ইডেন কলেজের সাবেক ভিপি, মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা সাইস্তা চৌধুরী কুদ্দুস, বিএনপির কেন্দ্রীয় সংসদের প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় দাশ, সার্বভৌমত্ব রক্ষা পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র দাস ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

সংগঠনের প্রধান সমন্বয়ক সোয়ালেহীন করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে রুবেল নূর, আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন আনোয়ার হুসেন উজ্জ্বল, সৈয়দ লায়েক মোস্তফা ও আব্দুল কাইয়ুম। গুম ও খুন হওয়া নেতাকর্মীদের স্বজনদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইফতেখার আহমেদ দিনারের বোন তাহসীন শারমিন তামান্না, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক নির্মম ভাবে নিহত নুরুল হক নুরুর স্ত্রী সুমি আক্তার ও ঢাকার খিলগাঁও থানা ছাত্রদলের সভাপতি ক্রসফায়ারে নিহত নুরুজ্জামান জনির বাবা জনাব ইয়াকুব আলী।

প্রধান অতিথির বক্তব্যে জনাব খায়রুল কবির খোকন বলেন, এম ইলিয়াস আলী ছিলেন সময়ের সাহসী সৈনিক। মাথা থেকে পা পর্যন্ত তিনি আপাদমস্তক ছিলেন বাংলাদেশী জাতীয়তাবোধে উদ্বুদ্ধ। বিশেষ করে ১/১১ এর সময় দেশ যে সংকটে পড়েছিলো তা থেকে উত্তরণের জন্য তিনি ছিলেন অত্যন্ত সোচ্চার ও আপোষহীন। আজকের দেশের এই কঠিন সময়ে তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। এই বিষয়টা উপলব্ধি করেই এম ইলিয়াস আলীকে নয় বছর আগেই গুম করা হয়েছিলো। আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি তিনি অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেদারল্যান্ড বিএনপির সভাপতি শরিফ উদ্দীন, গ্রিস বিএনপির সভাপতি মুখলেসুর রহমান, যুক্তরাজ্য মহিলাদলের সদস্য সচিব অঞ্জনা আলম, সাউথ ইস্ট লন্ডন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকিব আলী শিবলু, সোহেল আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি কবির মিয়া, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারি গুটলু আব্দুল গাফফার, বার্ণলি বিএনপির সেক্রেটারি ফয়জুন নূর, যুক্তরাজ্য বিএনপির আবুল কালাম সেতু, ইকুয়েল রাইটস ইন্টারন্যাশনালের সেক্রেটারি নওশিন মোস্তারি মিয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির কবি আল সিরাজী, ওমান বিএনপির ঈসমাইল হুসেন ভূঁইয়া, যুক্তরাজ্য বিএনপির রাহেল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তারিকুল ইসলাম তারিক, মহিলা দলের নিলুফা আখতার, সানজিদা মিতি, যুক্তরাজ্য যুবদলের দারা মিয়া, শিপন চৌধুরী, শিপু খান, সাব্বির আহমেদ সুমন, আতাউর রহমান, জলিল উদ্দিন চৌধুরী খোকন, রাসেল মিয়া, মোহাম্মদ শাহীন মিয়া, জাহাঙ্গির আলম, আমিনুল ইসলাম, নুরুল হক, জাকির হুসেন, মিলাদ আহমেদ রুবেল, হুমায়ূন কবির হিমু, আলী আহমেদ, আহমেদ হুসেন, লিসান আহমেদ, আলী আসগর জাকির, জিয়াউল হক, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কাজী আইয়ূব আলী, মাহমুদুল হাসান খোকন, মতিন মোল্লা, মোহাম্মদ রকিব, সাইফুর রাজু, ওয়াসিম আকরাম, বাবুল আহমেদ, মাহবুব মিশু, জি এম মখলিসুর রহমান প্রমুখ।

সভার শেষ পর্যায়ে করোনা আক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা এবং গুম ও খুনের শিকার নেতাকর্মীদের জন্য মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের মাওলানা নিজাম উদ্দিন মিসবাহ।

Facebook Comments Box
advertisement

Posted ০১:৫১ | বুধবার, ২১ এপ্রিল ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com