শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আজ মাঠে নামছে টাইগাররা, অনলাইনে যেভাবে দেখবেন খেলা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ মে ২০২৩ | প্রিন্ট

আজ মাঠে নামছে টাইগাররা, অনলাইনে যেভাবে দেখবেন খেলা

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আজ মঙ্গলবার (৯ মে) বিকেলে। চেমসফোর্ডের এসেক্স গ্রাউন্ডে খেলা হবে। তবে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য দুঃসংবাদ রয়েছে। প্রতিবেশী ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দেখা গেলেও বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে তা দেখানো হবে না।

 

বাংলাদেশের খেলা হলে সাধারণত যে দুটি চ্যানেল (গাজী টিভি ও টি-স্পোর্টস) নিয়মিত খেলা দেখায় তারা জাতীয় দলের সিরিজ কেনেনি। বিকল্প চ্যানেলগুলো আগ্রহ দেখায়নি। এর মূল কারণ সিন্ডিকেট আর চলমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল।

তবে, টাইগারদের ওয়ানডে সিরিজ নিয়ে সুখবর দিয়েছে আইসিসি। বাংলাদেশের কোনো টিভি চ্যানেল খেলা না দেখালেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তাদের আইসিসি টিভিতে খেলা দেখার ব্যবস্থা রেখেছে। আইসিসি টিভির সূচিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের তিনটি ম্যাচই সম্প্রচার তালিকায় রাখা হয়েছে। সিরিজের সবগুলো ম্যাচই বিনামূল্যে দেখানোর কথাও উল্লেখ করা রয়েছে আইসিসি টিভির ওয়েবসাইটে।

 

বিসিবি জানিয়েছে, বাংলাদেশের সমর্থকেরা আয়ারল্যান্ড সিরিজের খেলা আইসিসি টিভি ওয়েবসাইটে দেখতে পারবেন। এই ওয়েবসাইটের নিবন্ধনে টাকা লাগবে না। যারা নতুন এই চ্যানেল ব্যবহার করে খেলা দেখবেন, তাদের জন্য নিবন্ধন-প্রক্রিয়াও জানিয়েছে বিসিবি। আইসিসি ডট টিভির কোনো ভিডিওতে ক্লিক করলেই নিবন্ধনের প্রক্রিয়া চলে আসবে এবং সেখানে অ্যাকাউন্টও করা যাবে বিনামূল্যে।

 

যাদের আগেই এই চ্যানেলে নিবন্ধন করা আছে তাদের নতুন করে নিবন্ধন করতে হবে না। চ্যানেলে সাইন ইন করে ঢুকলেই খেলা দেখা যাবে। চেমসফোর্ডে বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। বাংলাদেশে কোনো টিভিতে সম্প্রচার না হলেও আয়ারল্যান্ডে দেখা যাবে প্রিমিয়ার স্পোর্টসে। এ ছাড়া উত্তর আমেরিকায় দেখা যাবে উইলো টিভিতে আর ভারতে ফ্যানকোডে।

উল্লেখ্য, ৯, ১২ ও ১৪ তিনটি ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে। সূএ : বিডি২৪লাইভ ডট কম

Facebook Comments Box
advertisement

Posted ০৮:৫৭ | মঙ্গলবার, ০৯ মে ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com