শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আখেরি মোনাজাত ১১টায়: রাত থেকে বন্ধ মহাসড়ক

  |   শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

আখেরি মোনাজাত ১১টায়: রাত থেকে বন্ধ মহাসড়ক

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শনিবার চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। রবিবার তিন দিনের এই পর্ব আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হবে বলে ইজতেমা সূত্রে জানা গেছে।

আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার রাত ৩টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট থেকে জয়দেবপুর চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের গাজীপুর সদরের মীরের বাজার থেকে টঙ্গী ও  আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাস সড়ক পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানান গাজীপুরের পুলিশ সুপার হারুনউর রশিদ।

এছাড়া আখেরি মোনাজাত উপলক্ষে ২১টি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষে সকল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে রেলওয়ে। সড়ক পথে যাত্রীদের আনা-নেয়ার জন্য বাড়তি বাসের ব্যবস্থা করেছে বিআরটিসি।

দ্বিতীয় দিনেও ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মাধ্যমে প্রথম পর্বের ইজতেমার দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। বয়ান করেছেন ভারতের মাওলানা জামশেদ। তরজমা করেন বাংলাদেশের মাওলানা জাকির হোসেইন।

এই দিন শুধুমাত্র তাবলিগি কাজ এবং জোটবন্দী হয়ে তাবলিগের উপর আলোচনাকে গুরুত্ব দেয়া হয়।

ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, রবিবার ১১টার পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। চারদিন বিরতির পর ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।

ইজতেমা শেষে আগত মুসুল্লিরা দ্বীনের দাওয়াতি কাজে দেশ-বিদেশে বেরিয়ে যাবেন।

বিদেশি মুসুল্লি: শনিবার সকাল পর্যন্ত অন্তত ৯১টি দেশের ৭ হাজার ৮০৪ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন বলে জানান পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মমিুনুল ইসলাম। তারা ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম প্রান্তে নির্ধারিত কামরায় অবস্থান করছেন।

এক মুসুল্লির মৃত্যু: ইজতেমায় ময়দানে শনিবার রাতে বার্ধক্যজনিত কারণে তারা মিয়া নামে এক মুসল্লি মারা গেছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বলে জানিয়েছেন মাওলানা গিয়াস উদ্দিন।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:২২ | শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com