শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ আবার পাচঁ বছরের জন্য ক্ষমতায় এসেছে: জয়

  |   রবিবার, ১৬ মার্চ ২০১৪ | প্রিন্ট

joy-5 years

১৬মার্চ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপজেলা নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করে বলেন, খালেদা জিয়া আইন করে এই উপজেলা পদ্ধতি বাতিল করেছিলেন। তার পরেও তারা নির্বাচন করছে। আমরাই উপজেলা পরিষদ পদ্ধতি পুনর্বহাল করেছি।

রোববার বিকালে রংপুর জিলা স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন।  তিনি বলেন, গত পাঁচ বছর আওয়ামী লীগ দেশের ব্যাপক উন্নয়ন করেছে। আওয়ামী লীগ আবার পাচঁ বছরের জন্য ক্ষমতায় এসেছে। এই পাচঁ বছর দেশের ব্যাপক উন্নয়ন হবে।

রংপুরের প্রতিটি  ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জয় বলেন, রংপুর অঞ্চলে গ্যাস আনবো, এখানে কারখানা আনবো, বাণিজ্য আনব। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো।

জয় আরো বলেন, দশম সংসদ নির্বাচনের আগে আন্দোলনের নামে বিএনপি বাসে ও মানুষের শরীরে  পেট্রোল ঢেলে, গান পাউডার দিয়ে সন্ত্রাস করেছে, ভোট কেন্দ্র আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এরপরও আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। এজন্য আপনাদের ধন্যবাদ জনাই।

রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সংসদ সদস্য টিপু মুন্সী, এইচ এন আশিকুর রহমান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:৩০ | রবিবার, ১৬ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com