শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইন শৃঙ্খলা বৈঠকে বের হচ্ছে ইসি

  |   সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

আইন শৃঙ্খলা বৈঠকে বের হচ্ছে ইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস‌্যের নির্বাচন কমিশনা দায়িত্ব গ্রহণের পর প্রথম বারেরমত আইন শৃঙ্খলা বৈঠকে সফরে যাচ্ছেন।

উপজেলা ও পৌরসভা নির্বাচনকে ঘিরে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে নির্দেশনা দিতেই সবাই নির্বাচনী এলাকা পরিদর্শনে যাচ্ছেন বলে জানান ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, আগামী ৬ মার্চ অনেক উপজেলাসহ স্থানীয় সরকারের কিছু নির্বাচন রয়েছে। এ উপলক্ষ‌্যে দেশের বিভিন্ন প্রান্তে সিইসি ও চার কমিশনার পরিদর্শনে যাচ্ছেন। এ সময় আইন শৃঙ্খলা বৈঠক করবেন তারা।

ইসি সচিব জানান, সোমবার সন্ধ‌্যায় বরিশাল রওনা দেবেন সিইসি। এসময় তিনি বরিশাল-পটুয়াখালী সংশ্লিষ্ট কয়েকটি এলাকায় গিয়ে আইন শৃঙ্খলা বৈঠক করবেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যাবেন কিশোরগঞ্জের হোসেনপুর। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম যাবেন সিলেট ও সুনামগঞ্জ, নির্বাচন কমিশনার কবিতা খানম যাবেন পাবনা ও নাটোর। নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী কুমিল্লা সফর শেষে অন‌্য একটি এলাকায় যাবেন।

৬ মার্চের ভোটের আগেই সবাই নির্বাচনী এলাকা ঘুরে সুষ্ঠু ভোট আয়োজনে যথাযথ নির্দেশ দেবেন তারা। গত ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর নতুন কমিশনের অধীনে স্থানীয় সরকারের নানা নির্বাচন হচ্ছে। শুরু থেকে নিজেদের কঠোর অবস্থান তুলে ধরেছেন তারা।

গাইবান্ধা, সুনামগঞ্জ উপ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষ‌্যে ৯ মার্চ ইসিতে আইন শৃঙ্খলা বৈঠক হবে বলে জানান ইসি সচিব।এ ইসির অধীনে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:৪৫ | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com