শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্তিত্ব রক্ষা করতে হলেও বিএনপিকে নির্বাচনে আসতে হবে

  |   সোমবার, ০৬ জুন ২০২২ | প্রিন্ট

অস্তিত্ব রক্ষা করতে হলেও বিএনপিকে নির্বাচনে আসতে হবে

অস্তিত্ব রক্ষা করতে হলেও বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, না হয় দলটি বিলীন হয়ে যাবে।

 

সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইউনিটগুলোর সম্মেলনে তিনি এ কথা বলেন। বাসাবো কমিউনিটি সেন্টারে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে নানক বলেন, বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে, তার কবর রচনা হয়ে গেছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের অধীনেই সকলকে নির্বাচনে আসতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

 

বিএনপি নেতারা আবারও ষড়যন্ত্র করছেন দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ওরা বলে- পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এর মাধ্যমে তারা কী বোঝাতে চায়? মনে রাখবেন- এটা ’৭৫ নয়, ২০২২ সাল। বাংলাদেশে আর পঁচাত্তর ফিরে আসবে না। বাংলার মাটিতে তাদের সে ষড়যন্ত্রের স্বপ্ন কখনই সফল হবে না। জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রের সব আস্তানা জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে।

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে নানক বলেন, যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। যারা আহত হয়ে চিকিৎসারত আশা করি তারা সুচিকিৎসার মধ্য দিয়ে শিগগির এ থেকে মুক্তি লাভ করবেন। চট্টগ্রামে যেসব রোগী রয়েছেন এবং ঢাকায় যেসব রোগী এসেছেন সবার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারাদেশে ঈদ উৎসব চলছে উল্লেখ করে নানক বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরবাড়িতে সাজসজ্জা চলছে। বিভিন্ন জায়গা থেকে মেহমানরা আসবে, ব্রিজের ওপর দিয়ে চলাচল করবে। এ উপলক্ষে ওই অঞ্চলের মানুষের মাঝে ঈদ উৎসব চলছে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে মেলবন্ধ সৃষ্টি হবে। শুধু তাই নয়, এই সেতুটি নির্মাণের ফলে ৩ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে যাবে।

সবুজবাগ থানার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ হাসান শামীমের সভাপতিত্বে সম্মেলনে আরও অংশ নেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:২৮ | সোমবার, ০৬ জুন ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com