শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিমকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন

  |   মঙ্গলবার, ১২ জুন ২০১৮ | প্রিন্ট

অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিমকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন

 

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ) : অর্থের অভাবে বাড়িতে বসে বসেই অলস সময় কাটাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের প্রথম সেমিষ্টারের মেধাবী ছাত্রী শারমিন আকতার মিম। এ বিষয়ে খবর গত কয়েকদিন ধরে দৈনিক বার্তা, বাংলাদেশ বার্তা, বিভিন্ন পত্র-পত্রিকায়, অনলাইন নিউজ পোর্টাল ক্যাম্পাস লাইভ২৪ ডটকম,সময়ের কন্ঠস্বর, তিস্তা নিউজ ২৪ ডটকম, সংবাদ প্রতিক্ষণ, জাগো নিউজ ২৪ ডটকমসহ অসংখ্য অনলাইন পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মান্দা সত্য খবর প্রচার পেজে এবং মান্দা রিপোর্টার্স ইউনিটি’র অফিসিয়াল পেজে প্রকাশ হলে তা মূর্হুতে ভাইরাল হয়ে যায়। দেশ-বিদেশ থেকে ফোন আসতে থাকে। এক পর্যায়ে সাংবাদিকরা মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমানকে বিষয়টি অবগত করেন।

এতে তিনি অনুপ্রাণিত হয়ে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে স্ব-শরীরে মিমের বাড়িতে উপস্থিত হন। এসময় উপজেলা নির্বাহী কর্মকতা খন্দকার মুশফিকুর রহমান তার পিতা-মাতার সাথে মিমের লেখাপড়ার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং মিমকে লেখাপড়া চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি মিমকে বলেন, “তুমি কোন চিন্তা কর না, তোমার পড়াশোনার যাবতীয় খরচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হবে”। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তারেক এলাহী, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মামুনুর রশিদ, সাংবাদিকবৃন্দ, সমাজসেবি আবদুল হাই বাদশা প্রমূখ।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:৩০ | মঙ্গলবার, ১২ জুন ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com