রবিবার ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৫৫০ আলেমের অভিনন্দন : এরশাদকে অটল থাকার আহ্বান বাবুনগরীর

  |   শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

৫৫০ আলেমের অভিনন্দন : এরশাদকে অটল থাকার আহ্বান বাবুনগরীর

babu nagori

চট্টগ্রাম: সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে নির্বাচনে না যাওয়ার বর্তমান সিদ্ধান্তে অটল থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
শনিবার সন্ধ্যায় গণমাধ্যামে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
হেফাজতের মহাসচিব বলেন, ‘দেশ ও জাতি বর্তমানে এক গভীর সঙ্কটময় মুহূর্ত অতিক্রম করছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। অথচ সরকার গণমানুষের এই দাবির প্রতি কোনোরূপ তোয়াক্কা না করে দেশ ও জাতিকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।’
বাবুনগরী বলেন, ‘গত কিছুদিন আগে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছিলেন- তিনি দেশের শান্তি ও স্থিতিশীলতা চান, প্রধানমন্ত্রীর পদ চান না। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য যে কতটা অসার, তা বুঝতে এখন কারো বাকি নেই। ক্ষমতার মোহে সরকার এতটা অন্ধ হয়ে পড়েছে যে, জনসাধারণের মতামতের প্রতি কোনো ভ্রুক্ষেপই করছে না, এমনকি তাদের জানমাল এবং দেশের নিরাপত্তা ও স্বাধীনতাকে হুমকির মুখে ঠেলে দিতেও তারা কুণ্ঠা করছে না।’
বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান গভীর রাজনৈতিক সঙ্কটময় সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পূর্বের অবস্থান থেকে ফিরে এসে সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা দেশের জনসাধারণের প্রত্যাশাকে পূরণ করেছে এবং এটা সর্বমহলে প্রশংসিত হয়েছে। কারণ, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিরপেক্ষ নির্বাচনের লেভের প্লেয়িং ফিল্ড তৈরির জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। দেশের লক্ষ লক্ষ ওলামা-মাশায়েখ ও কোটি কোটি তৌহিদী জনতা জাতীয় পার্টি চেয়ারম্যান নাস্তিক্যবাদ প্রতিষ্ঠায় সিঁড়ি হিসেবে ব্যবহার হবেন, এটা কখনোই আশা করেন না।’
এদিকে অপর এক বিবৃতিতে চট্টগ্রামের ৫৫০ আলেম জাতীয় পার্টি চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদকে সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, ‘ইসলাম বিদ্বেষী নাস্তিক্যবাদের সহায়ক বর্তমান মহাজোট সরকার ভারতীয় দাদা বাবুদের খুঁটির জোরে একতরফা মনগড়া নির্বাচন দিয়ে এদেশের মুসলমানদের ঈমান-আক্বিদাকে ধ্বংস করতে চায়। কারণ, দাদাবাবুরা ভালোভাবেই জানে, একজন ঈমানদার মুসলমান স্বাধীনতা বিরোধী ও অন্যায় আধিপত্যবাদিদের রক্ত চক্ষুকে কখনোই পরোয়া করেন না। এদেশকে ভারতের অঙ্গ রাজ্য হিসেবে প্রতিষ্ঠার মিশনে তাদের একমাত্র বড় বাধা হচ্ছে এদেশের উলামা-মাশায়েখ, ক্বওমী মাদরাসা এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সাধারণ মুসলমান। মুসলমানদের এই ঈমানী চেতনাকে নষ্ট করার জন্য তারা অনেক আগে থেকেই নানা চক্রান্ত করে যাচ্ছে।’
বিবৃতিদাতা আলেমরা হলেন- আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা হাফেজ শামসুল আলম, আল্লামা তাজুল ইসলাম, মাওলানা সালাহ উদ্দীন, মুফতী শিব্বির আহমদ, মাওলানা মনসূরুল হক খান, মাওলানা মুহাম্মদ ইদরিস, মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা আলমগীর, মাওলানা আব্দুস সবুর, মুফতী আব্দুর রহীম, মাওলানা মুহাম্মদ সফি উল্লাহ্, মাওলানা সাইফুদ্দীন, মাওলানা এনামুল হক, হাফেজ সালামত উল্লাহ্, মাওলানা মাসরুরুল হক, মাওলানা লোকমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মঞ্জুরুল ইসলাম, মাওলানা জসীম উদ্দীন, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, মাওলানা আশরাফ আলী, মাওলানা ইউনুস আহমদ, মাওলানা আলী আহমদ কাসেমী প্রমুখ।

advertisement

Posted ১৫:৪৩ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com