
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ জুলাই ২০২৩ | প্রিন্ট
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমেই আমরা ক্ষমতার পরিবর্তন চাই। তবে সেই নির্বাচন আপনার মতো শেয়ালের হাতে হোক, তা চাই না। আপনি বারবার নির্বাচন গিলে খেয়ে ফেলেছেন। ২০১৪ সালে খেয়েছেন, ২০১৮ সালে একবার খেয়েছেন, আবারও খেতে চাইছেন। সেই সুযোগ আর দেওয়া হবে না।
বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সমাবেশ থেকে তিনি আগামী দিনে সরকার পতনে এক দফার চূড়ান্ত আন্দোলন কর্মসূচির ঘোষণা দেবেন।
Posted ১৩:১০ | বুধবার, ১২ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain