
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে কদমতলীতে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
রোববার সন্ধ্যার পর মশাল মিছিলটি কদমতলী থানার ঢাকা-নারায়ণগঞ্জ প্রবেশপথে উজালা ম্যাচ ফ্যাক্টরি গেইটের সামনে থেকে শুরু হয়ে পোস্তগোলা এসে শেষ হয়।
মশাল মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্যামপুর-কদমতলী থানার প্রধান সমন্বয়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজীজ মুন্সী স্বপনসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
Posted ১৬:১০ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain