জিয়া উদ্দিন তালুকদার, বার্মিংহাম : গত ১৬ ই জুলাই মঙ্গলবার বার্মিংহামের একটি রেস্টুরেন্ট এ হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডস এর ইফতার পার্টি ও মিলন মেলা ২০১৩ এর প্রস্ততি সভা অনুষ্টিত হয়।
সোসাইটির সভাপতি রানা মিয়াঃ চৌধরীর সভাপতিত্বে ও সেক্রেটারি এম এ মুন্তাকিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহ সভাপতি কামাল আহমেদ ও মিন্টো চৌধরী, কোষাধক্ষ্য সমসেদ বক্ত চৌধরী, সাংগটনিক সম্পাদক জিয়া উদ্দিন তালুকদার প্রমুখ।
কুরআন তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন সৈয়দ ইকবাল। সভায় আগামী সেপ্টেম্বরে ৮ তারিখ হবিগঞ্জ মিলন মেলা ২০১৩ অনুষ্টিত হবে বলে জানানু হয়. সকলের উপস্তিতি ও সহযুগিতা কামনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন সোসাইটির যুগ্ন সম্পাদক খন্দকার শাহজাহান, বাবুল চৌধরী, সুমন চৌধরী, মাসুদ আহমেদ, বিশিষ্ট কমুনিটি লিডার কমরেড মসুদ, কবির উদ্দিন, বেলাল উদ্দিন, বাংলা প্রেস ক্লাব বার্মিংহামের সভাপতি ও বাংলা ভয়েস এর সম্পাদক মোহাম্মেদ মারুফ, চ্যানেল আই এর মিডল্যান্ডস এর প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ, এনটিভি এর হেড অফ মিডল্যান্ডস ফারসু আহমেদ চৌধরী, নজরুল ইসলাম. দেওয়ান পারভেজ, বজলু আহমেদ, বাপ্পি চৌধরী প্রমুখ।
For News : news@shadindesh.com