নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩০ জুন ২০২৪ | প্রিন্ট
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমাকে হত্যার নীলনকশা তৈরি করা হয়েছে। কয়েকজন পেশাজীবী কিলার ভাড়া করা হয়েছে।
রোববার (৩০ জুন) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, সম্প্রতি আমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমাকে ফোন দেন। আমি তার সঙ্গে দেখা করি। দেখা হলে তিনি আমাকে তার মোবাইলে থাকা একটি ক্ষুদে বার্তা দেখান।
এরপর ওই বার্তায় থাকা একটি নম্বরে কল দেন। কল দিয়ে আমার সঙ্গে কথা বলিয়ে দেন। যার সঙ্গে কথা বলিয়ে দেন তিনি একজন পেশাদার খুনি। ওই পেশাদার খুনি আমাকে বলেন আমার বাড়ি সিলেটে। আমি আপনার সম্পর্কে জানি। আপনাকে খুনের পক্ষে আমি না।
সুমন আরও বলেন, যার সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে খুনের পক্ষে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাকে খুনের নীলনকশা পুলিশ জানলেও তারা ব্যবস্থা নিলো না কেন? আমাকে কেন জিডি করতে হলো। পুলিশ কি করে। তাদের কি কোনো দায়িত্ব নাই। আমি তো আর সাধারণ কোনো মানুষ না। একজন সংসদ সদস্য। আমাকে হত্যার হুমকির পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিলো না। আমাকেই জিডি করতে হলো।
Posted ০৮:১৬ | রবিবার, ৩০ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain