শনিবার ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হঠাৎ কেন ট্রাম্পের সঙ্গে দেখা করতে ছুটে গেলেন ট্রুডো?

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

হঠাৎ কেন ট্রাম্পের সঙ্গে দেখা করতে ছুটে গেলেন ট্রুডো?

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডার ‘মার–এ–লাগো রিসোর্টে’ ছুটে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

 

শুক্রবার কানাডার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী ডমিনিক লিব্ল্যাঙ্ককে সঙ্গে নিয়ে সেখানে যান ট্রুডো।

 

ট্রাম্পের পক্ষ থেকে কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের কথা জানানোর কয়েক দিন পরই ফ্লোরিডায় গেলেন ট্রুডো।

 

তবে তার এ সফর পূর্বনির্ধারিত ছিল না। এমনকি ট্রুডোর সরকারি কার্যসূচিতেও ফ্লোরিডা সফরের কথা আগে থেকে উল্লেখ ছিল না।

 

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রুডোকে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের একটি হোটেল থেকে বেরিয়ে ট্রাম্পের মার–এ–লাগোর দিকে যেতে দেখা গেছে।

 

দুই নেতার সাক্ষাতের বিষয়ে ট্রুডোর দফতর ও ট্রাম্পের প্রতিনিধির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

ট্রাম্প গত সোমবার হুমকি দেন, কানাডা ও মেক্সিকোর আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে তার প্রশাসন।

 

শ্লথ অর্থনীতি ও জীবনযাত্রার বাড়তি ব্যয়ের কারণে কয়েক বছর ধরে ধুঁকছে কানাডা। এসব কারণে ট্রুডোর জনপ্রিয়তাও পড়তির দিকে রয়েছে। ২০২৫ সালের অক্টোবরের মধ্যেই কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্লেষকদের মতে, পরবর্তী নির্বাচনে রক্ষণশীলদের কাছে ট্রুডোর দল লিবারেল পার্টি অব কানাডা ধরাশায়ী হতে পারে।

এ পরিস্থিতিতে ট্রাম্পের শুল্ক বাড়ানোর ঘোষণা নিঃসন্দেহে ট্রুডোকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলবে। ওই ঘোষণার পরপরই ট্রুডো ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে কানাডার ১০টি প্রদেশের প্রধানদের নিয়ে বৈঠক করেছেন। বিষয়বস্তু ছিল কানাডা আর যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক। সূত্র: রয়টার্স, সিএনএন, দ্য নিউ ইয়র্ক টাইমসএপিসিবিএস নিউজ

Facebook Comments Box
advertisement

Posted ০৭:৪৮ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com