নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১০ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত আওয়ামী লীগের জনসভাস্থল নেতাকর্মীদের মিছিল-স্লোগানে মুখোর হয়ে উঠেছে।
বুধবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটায় জনসভা শুরু হয়। এর আগেই নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন।
এরইমধ্যে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা জনসভায় যোগ দিয়েছেন।
এর পাশাপাশি রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা তাদের অনুসারীদের নিয়ে এসেছেন নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের প্রথম জনসভায়।
ঢাকার পাশাপাশি ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। বিভিন্ন ফেস্টুন-ব্যানারে সজ্জিত মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন জেলার নেতারা।
এ সময় নেতাকর্মীদের কণ্ঠে দলের পক্ষে, দলীয় প্রধান ও স্থানীয় নেতাদের পক্ষে স্লোগান শোনা যায়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হবেন। এছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা এরইমধ্যে জনসভা মঞ্চে পৌছেছেন।
Posted ০৯:৪২ | বুধবার, ১০ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain