
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | প্রিন্ট
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইসি আলমগীর বলেন, ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। সার্বিকভাবে ভোটের পরিবেশ ভালো। শৃঙ্খলার সঙ্গে ভোটগ্রহণ চলছে। আশা করি, ফলাফল ঘোষণা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
আলমগীর আরো বলেন, অনিয়মে কোনো অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। অভিযোগ এলে আমরা ব্যবস্থা নেব।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। ৪ হাজার ৪৩৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এর ফলে সবগুলো কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।
Posted ০৮:৩০ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain