| শনিবার, ১৫ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১৫ মার্চ : বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, হাইকোর্ট-সুপ্রিম কোর্টে সরকারের দখল চলে না। ফলে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সরকারপন্থীদের ভরাডুবি হয়েছে। ওই ভরাডুবির প্রতিশোধ নিতে উপজেলা নির্বাচনে সরকারি দলের নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখল করছে। ইতোপূর্বে আমরা দেখেছি, সরকার আইনজীবীদের উপর কি ঘৃণ্যভাবে হামলা চালানো হয়েছে।
শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত আইনজীবীরা সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশ-বিদেশের কেউ এ সরকারকে চায় না। তাদের মনোভাব সরকারের বুঝা উচিৎ। সবাই দ্রুত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু তারা জনগণের মনোভাব না বুঝে জবরদখল চালিয়ে ক্ষমতায় আকড়ে ধরে আছে। জবর দখল করে বেশি দিন টিকে থাকা যাবে না।
তিনি বলেন, কুইক রেন্টালের নামে দুর্নীতির মাধ্যমে আত্মীয়-স্বজন আর দলীয় নেতাদের পকেট ভারি করতেই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বিদ্যুতের দাম বাড়লে সব কিছুর দাম বেড়ে যাবে। এতে গরিব মানুষের ভোগান্তি আরো বৃদ্ধি পাবে।
খালেদা জিয়া বলেন, এ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দেশে একদলীয় বাকশালী শাসন কায়েম করতে চায়। তারা মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে। মিডিয়াগুলোতেও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেও বাধা দিচ্ছে এ সরকার। এতেই বুঝা যায়, সরকার কতটা দুর্বল ও ভীতু। তাই রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এ স্বৈরাচারী অবৈধ সরকারের হাত থেকে মুক্তি পেতে হবে।
বিএনপি চেয়ারপারসন বলেন, আমরা রাজপথে নামবোই, আন্দোলন করবোই- কোন প্রকার অত্যাচার-নির্যাতন চালিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।
Posted ২০:১৮ | শনিবার, ১৫ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin