নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | প্রিন্ট
বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে হাইকোর্ট মাজার গেটে গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে এ কর্মসূচি পালন করে দলটি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আবেদ রাজা প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
Posted ১৬:৪৩ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain