
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ জুলাই ২০২৩ | প্রিন্ট
প্রতিনিধি,সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা সীমান্তে বেপরোয়া হয়ে উঠেছে চোরাকারবারীরা। তারা সরকারের লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে কয়লা, পাথর, নাসিরউদ্দিন বিড়ি, কাঠ, বাঁশ, গরু, ছাগল, চিনি ও সুপারীসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাচাঁর করছে। পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে মদ, গাঁজা, ইঞ্জিনের নৌকা ও মোটর সাইকেলসহ ১৩জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের হারিছ মিয়ার ছেলে আলমাছ মিয়া (২৫) ও একই এলাকার দুলাল মিয়ার ছেলে কামরুল মিয়া (৩০) কে আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১২টার পর থেকে জেলার তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর, চাঁরাগাঁও, বালিয়াঘাট, টেকেরঘাট, চাঁনপুর ও লাউড়গড় সীমান্ত দিয়ে পৃথক ভাবে কয়লা, পাথর, চিনি ও সুপারীসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাঁচার শুরু করে গডফাদার তোতলা আজাদের সোর্স একাধিক মামলার আসামী ইয়াবা কালাম, রফ মিয়া, রিপন মিয়া, সাইফুল মিয়া, লেংড়া জামাল, আনোয়ার হোসেন, সুলতান মিয়া, খোকন মিয়া, রুবেল মিয়া, আদম আলী, সরাফত আলী, মানিক মিয়া, জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, নেকবর আলী, রতন মহলদার, কামরুল মিয়া, কামাল মিয়া, আবু বক্কর গং।
ওই সময় টেকেরঘাট কোম্পানী কমান্ডার হান্নান বড়ছড়া শুল্কষ্টেশনের জিরো পয়েন্ট অভিযান চালিয়ে ৪ বোতল মদ ও ১টি পালসার মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী কামরুল মিয়া ও আলমাছ মিয়াকে গ্রেফতার করেন। অন্যদিকে মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের মির্জাপুর গ্রামের সামনে অবস্থিত নদীতে ইঞ্জিনের নৌকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মুহিবুর রহমান (৩৫) কে গ্রেফতার করা হয়। কিন্তু তাহিরপুর উপজেলার বাদাঘাট, কামড়াবন্দ, শিমুলতলা, কাউকান্দি, তরং বাজার, নতুন বাজার, আনোয়ারপুর, বালিজুরী, জনতা বাজার, একতা বাজার, সোলেমানপুর বাজার ও তাহিরপুর পশ্চিম বাজারসহ বিভিন্ন স্থানে পাচাঁরকৃত নিষিদ্ধ ঘোষিত নাসিরউদ্দিন বিড়ি, গাঁজা ও মদসহ ইয়াবা বিক্রি করা হলেও এব্যাপারে কোন পদক্ষেপ নেওয়ার খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়- গত সোমবার (১৭ জুলাই) ভোরে মধ্যনগর উপজেলার হামিদপুর পশ্চিম ইকরছড়ি খালে ইঞ্জিনের নৌকা বোঝাই করার সময় অভিযান চালিয়ে ভারত থেকে পাচাঁরকৃত ৮লাখ ১০হাজার টাকা মূল্যের ১৮০ বস্তা চিনিসহ চোরাকারবারী অপু মিয়া (৩০), রাজন মিয়া (২৫), কামরুল মিয়া (৩২), শামীম মিয়া (৩১), আরিফ মিয়া (২৮), মনির মিয়া (২৪) ও মনসুর মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়েছে।
এদিন দোয়ারাবাজার উপজেলার পূর্ব বাংলা বাজারের মিতালী মার্কেট থেকে ৭শ গ্রাম গাঁজাসহ জামাল উদ্দিন (৪৫) ও এউপজেলার লক্ষিপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে ৭৫বোতল মদসহ ইকবাল হোসেন (৪২) ও সাইফুর রহমান (৩১) কে গ্রেফতারসহ ছাতক উপজেলার নোয়ারাই বাজারের রাস্তায় ৩৯বোতল মদসহ মাদক ব্যবসায়ী শাওন মিয়া (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। এব্যাপারে মধ্যনগর থানার ওসি জাহিদুর রহমান, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর ও ছাতক থানার ওসি মাঈনুল জাকির জানান- সীমান্ত চোরাচালান ও মাদক প্রতিরোধের জন্য এই অভিযান অব্যাহত থাকবে।
Posted ১২:২৮ | বুধবার, ১৯ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin