নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
সুনামগঞ্জে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও বিএনপির মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ বিপুল পরিমাণে টিয়ারশেল নিক্ষেপ করেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।
রোববার বেলা ১১টার দিকে হরতাল সমর্থনে বিএনপির নেতাকর্মীরা আরপিনগর এলাকা থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এসে পিকেটিং করার জন্য অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ বিপুল পরিমাণ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ শুরু হলে আরপিনগর ও জামতলা এলাকায় বিএনপি সমর্থকরা ছড়িয়ে পড়েন। দুই এলাকা থেকে প্রায় ঘণ্টাব্যাপী পুলিশের সঙ্গে সংঘর্ষ চালায় বিএনপি সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, কত রাউন্ড টিয়ারশেল গ্যাস ছোড়া হয়েছে পরে বলতে পারব। এখনও পুলিশ অভিযানে আছে।
Posted ০৭:০৩ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain