সীতাকুন্ড(প্রতিনিধি)চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে খেজুর গাছ থেকে রস নিয়ে নামার সময় নিচে পড়ে আনোয়ার পাশা প্রকাশ বুলবুল মিস্ত্রী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
২৪ জানুয়ারি (বুধবার) সকাল ৯ টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়ীয়াস্থ আকিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার পাশা ওই গ্রামের কামাল উদ্দিন মেম্বার বাড়ির মৃত শফিউল্লাহর ছেলে।
নিহতের ছোট ভাই জায়নাল বলেন, সকালে বড় ভাই রস নিয়ে গাছ থেকে নামার সময় সম্ভবত গাছ থেকে নিচে পড়ে যান। গ্রামের লোকজন গাছের নিচে পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দিলে আমরা তাকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।উল্লেখ ্য তিনি আকিলপুর দারুল আরকাম ইসলামীয়া নূরানী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
Like this:
Like Loading...
Related