| শুক্রবার, ২১ মার্চ ২০১৪ | প্রিন্ট
সিলেট, ২১ মার্চ : চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তে দলীয় সমর্থন লাভ করায় সিলেটের মোগলগাঁও ইউপি’র সাবেক চেয়ারম্যান ও সদর থানা বিএনপি সভাপতি শাহ জামাল নুরুল হুদা’র পক্ষে জনমত সৃষ্টি হয়েছে।
এদিকে, চেয়ারম্যান প্রার্থিতা প্রত্যাহার না করায় বহিষ্কার হয়েছেন বিএনপির অপর প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ হয়ে লড়ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ।
দলীয় সমর্থন লাভের পর সদর উপজেলার নির্বাচনী দৃশ্যপট পাল্টে গেছে। নুরুল হুদার পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে। সিলেট বিএনপিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দলমত নির্বিশেষে নেতাকর্মীরা তার পক্ষে প্রচারণায় মাঠে নেমেছেন।
সর্বশেষ তার পক্ষে প্রচারণায় নেমেছেন বিএনপির নিখোঁজ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশমী লুনা, দলের চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী।
শুক্রবার সদর উপেজলার হাঁটখেলা, জালালাবাদ, মঙ্গলগাঁও, কান্দিগাঁও, টুকের বাজার, কাদিম পাড়া, খাদিম নগর ও তুল্টিকর ইউনিয়নে বিভিন্ন স্থানে জনসংযোগ পথসভায় বক্তব্য দেন তারা।
এছাড়া অন্যদের মধ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার এডভোকেট, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পঙ্খী, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জামায়াতে ইসলামীর মহানগরের ভারপ্রাপ্ত আমীর হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মহানগরের আহ্বায়ক সালেহ্ আহমেদ খসরু, সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম. কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, বিএনপি নেতা কর্নেল (অব.) আলী আহাম্মদ, ইসলামী ঐক্যজোটের মহানগর আমীর মাওলানা ফয়জুল হক জালালাবাদী, জমিয়ত নেতা মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
Posted ১১:৪০ | শুক্রবার, ২১ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin