| শুক্রবার, ১০ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
সিরাজগঞ্জ, ১০ জানুয়ারি : যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে তলদেশে আকস্মিক ধসে ৪০ মিটার এলাকার সিসি ব্লক ও মাটি ধসে গেছে। এ ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পানি উন্নয়ন বোর্ড বিশেষায়িত শাখা (বিআরই) ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুমের শুরুতেই শুক্রবার ভোর ছয়টার দিকে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের গয়লা পয়েন্টের তলদেশে আকস্মিক ধস নামে। মুর্হূতে বাঁধের তলদেশের ৪০ মিটার অংশের সিসি ব্লক ও মাটি ধসে যায়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বিশেষায়িত শাখার (বিআরই) নিবার্হী প্রকৌশলী রফিকুল ইসলাম ধসের বিষয়টি নিশ্চিত করে জানান, ভাঙ্গন এলাকায় বেথমেটিক সার্ভের কাজ শুরু করা হয়েছে। ধসের কারণ নিরূপন করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। এ নিয়ে এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।
উল্লেখ্য, গত বছর এই শহর রক্ষা বাঁধে পরপর দু’বার ধস দেখা দেয়।
Posted ১০:৪৫ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin