নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার রাতে পৃথক পৃথক সময় তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মুখপাত্র মো. তালেবুর রহমান বলেছেন, ‘তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। ওই সব নির্দিষ্ট মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
গত জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কামাল আবদুল নাসের চৌধুরীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ছিলেন।
Posted ০৭:৩৮ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain