নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাড়ি থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সাবেক কৃষিমন্ত্রীর মেয়ে উম্মে ফারজানা ডায়না। উল্লেখ্য, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে এপর্যন্ত চারটি মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
Posted ০৫:৫৪ | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain