নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় পৃথক ভাবে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সকালে তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করে।
এর আগে, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে শহরের আরাপপুর জামতলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি বাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার দুই মামলার প্রধান আসামি নায়েব আলী জোয়ারদার আরাপপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাকে গ্রেফতার দেখিয়ে সদর থানায় সোপর্দ করা হয়।
Posted ০৯:৩১ | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain