নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমার সময় আরও একবার পেছানো হয়েছে। এ নিয়ে আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১১ বার পিছিয়েছে। আজ ঢাকার আদালত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ হিসেবে আগামী ১৫ অক্টোবর ধার্য করেছেন।
প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত তারিখ ছিল রবিবার। তবে এই মামলার তদন্ত পরিচালনাকারী গোষ্ঠী র্যাব নির্ধারিত দিনে কোনো প্রতিবেদন জমা দেয়নি। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত পরিস্থিতি বিবেচনা করে আগামী মাসের জন্য নতুন তারিখ ঠিক করেন।
এই হত্যাকাণ্ডের মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আটজন আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন। অন্যান্য আসামিরা হলেন, ওই সাংবাদিক দম্পতির বাসার নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল এবং আবু সাঈদ।
Posted ০৮:৪৬ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain