| সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিউ ইয়র্ক: বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র-বিষয়ক কংগ্রেস কমিটি আবার শুনানি করে একটি সিদ্ধান্তে আসবে বলে জানিয়েছেন এই কমিটির সদস্য গ্রেস মেং।
রবিবার নিউ ইয়র্কের জ্যামাইকায় এক সভার আগে গ্রেস মেং একথা বলেন।
সংকট নিরসনে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে প্রধান রাজনৈতিক দলগুলোর সহায়তার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন গ্রেস মেং।
তিনি বলেন, ‘পরিস্থিতির উন্নয়ন না ঘটলে ফরেন অ্যাফেয়ার্স কমিটির উদ্যোগে আমরা আরেকটি শুনানির আয়োজন করব এবং সে সময় সুস্পষ্ট একটি সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হতে পারি।’
জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে গ্রেস মেং বলেন, ‘এ পরিস্থিতি গণতন্ত্রের জন্যে কোনোভাবেই সহায়ক নয়। রেললাইন উপড়ে ফেলা, যাত্রীভর্তি বাসে বোমা নিক্ষেপ, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর বোমা হামলা এবং ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে আগুন দেয়াকে কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচি বলা যায় না।’
গত ১২ ডিসেম্বর ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড আর রয়েস ও কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের চেয়ারম্যান জোসেফ ক্রাউলিসহ ছয় কংগ্রেস সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে চিঠি দিয়ে সমাঝোতায় আসার আহ্বান জানিয়েছেন বলে তিনি জানান।
গ্রেস মেং বলেন, ‘তার আগে আমরা বৈঠক করে বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করেছি। বাংলাদেশে এখন যে ধরনের কর্মকাণ্ড চলছে, তাতে আমরা সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে সন্দিহান।’
বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ‘ঘনিষ্ঠ মিত্র’ অভিহিত করে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ব্যাহত হয়- এমন কোনো কর্মকাণ্ড তারা দেখতে চান না।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক উপকমিটিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ‘বাংলাদেশ ইন টারময়েল: এ নেশন অন দ্য ব্রিংক?’ শিরোনামে শুনানি হয়।
কংগ্রেসের পররাষ্ট্র-বিষয়ক উপকমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবটের সভাপতিত্বে কংগ্রেস সদস্য ব্র্যাড শারমেন, তুলসি গ্যাবার্ড, গ্রেস মেং ও জেরার্ড ই কোনোলি ওই শুনানিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।
Posted ২৩:৩৬ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin